আমাদের কথা খুঁজে নিন

   

এটা রাজারনীতি - রাজাদের ব্যাপার, আমরা সর্ব সাধারন, ফকিন্নির পুত বা আম জনতা

"তুঝসে নারাজ নেহি জিন্দেগী, হ্যায়রান হু ম্যা। তেরে মাসুম সাওয়ালোসে পারেশান হু ম্যা" অনেক পুরানো একটা হিন্দি গানের কিছু লাইন। আজকে গোলাম আজমের ৯০ বছরের কারদন্ডের রায়ের পর হঠাত এই গানটা ইউটিউবে সামনে চলে আসে। ফেইসবুকে ঢুকে সবার হতাশা আর অগণিত প্রশ্নের ঝড় দেখে গানটা বারবার মাথায় ঘুরছে। আমার বন্ধু শাম্সের স্ট্যাটসে মনে করিয়ে দিল - বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাসি আর অগণিত সাধারন মানুষ, মুক্তিযোদ্ধা আর বুদ্ধিজীবিদের হত্যা এবং নারী নির্যাতনের নেতৃত্বদানকারী গোলাম আযমের ফাসি না হওয়ার নির্মম বাস্তবতা।

অনেক আগে শুনেছিলাম, বঙ্গবন্ধুর কোন ফার্স্ট রিলেশান মুক্তিযুদ্ধে রাজাকার বা আল-বদরদের হাতে নির্যাতিত বা নিহত হননি - তাই তিনি অবলীলায় তাদের সাধারন ক্ষমা করতে পেরেছিলেন। কথাটার সত্যতা জানিনা, কিন্তু কেন জানি আজকে কথাটা অনেকবার মনে হচ্ছে। কেন জানি মনে হয় বঙ্গবন্ধু পরিবারের অনেকেই যদি সরাসরি এইসব যুদ্ধাপরাধীদের হাতে নির্যাতিত হত, আমাদের প্রধাণমন্ত্রী এতটা দয়ালু হয়ত হতেন না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, গোলাম আযমের কথা পড়ে জানা বা লোকমুখে শোনা কিংবদন্তীর মত। যদি বলি যে গোলাম আযম সম্পর্কে যতটুকু জানি তার অনেকটাই আওয়ামী ঘরানার মানুষদের থেকে জানা তাও হয়ত ভুল হবে না।

সেই কথাগুলো যদি সত্যি হয় তবে এই রায় কেমন সত্যি? তার ক্ষেত্রে এ কেমন মানবতা দেখানো? যেখানে মরণোত্তর ফাসির রায়ও হয়ত দেয়া না-ইনসাফী হত না গোলাম আযমের জন্য। আজকে আমি লজ্জিত - লজ্জিত এই জন্য যে আমি গত নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়েছিলাম। লজ্জিত আমি এই জন্য যে অসংখ্য ভুল কাজের পরও আমি এই সরকারের পক্ষে কথা বলেছিলাম। লজ্জিত আমি এই জন্য যে শত ব্যার্থতার পরও আমি এই সরকারের উপর ভরসা রেখেছিলাম। আমি বুঝতে পারিনি এই সরকার গণতন্ত্রের নামে নিজের পরিবারের বাইরে কারও কথা ভাবে না।

প্রতিহিংসা পরায়ন প্রধাণমন্ত্রি জনগণকে শিক্ষা দেবার জন্য লোডশেডিং প্র‌্যাকটিস করার কথা ভাবেন, কিন্তু জনগণের কাছে করা অঙ্গীকার পালণ করতে না পারার গ্লানি অনুভব করেন না। আজকে সত্যিই মনে হয় বাংলাদেশীরা বুঝতে পারল - এটা রাজারনীতি - রাজাদের ব্যাপার, আমরা সর্ব সাধারন, ফকিন্নির পুত বা আম জনতা। আমরা যুদ্ধ করে রাজার রাজ্য তাকে উপহার দিব, কোন সেনাপতি কখনও তা কেড়ে নিবেন, তারপর সেইসব সেনাপতিদেরই আমরা রাজার আসনে বসিয়ে তাদের কথায় চলব। রাজার নীতি ক্ষণে ক্ষণে বদলাবে, কারণ এত মহান নীতি যা সময়ে রং বদলাবে - আমরা জান দিব, মান দিব, হাড় ভাঙ্গা খটুনি দিব আর রাজারা এসে খজনা নিবেন আর রাজনীতির পরিচর্যা করবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।