আমাদের কথা খুঁজে নিন

   

এই সরকারের সময় আবার বাড়ছে মাদকের প্রসার। পদক্ষেপ গ্রহণ করার এখনি সঠিক সময়।

ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। গত আওয়ামীলীগ সরকারের সময় আজিমপুর বড় কবরস্থান এবং আজিমপুর নতুন কবরস্থান, আজিমপুর বটতলা ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা, কয়লা শাহ্ মাজার, বালু শাহ্ মাজার ইত্যাদি স্থানগুলো মাদক সেবকদের স্বর্গ রাজ্য হয়ে উঠে। এখানে প্রায় সব বয়সের ছেলেদের মাদক নিতে দেখা যেত। বিশেষ করে দুই কবরস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা সবচাইতে ভয়াবহ আবস্থায় ছিল। এখানে হিরোইন, কোকেন, গাজা, ফেনসিডিল, পেথিডিন সহ প্রায় সব ধরণের মাদকই সহজ লভ্য ছিল (সাথে সহজলভ্য ছিল সব ধরণের অস্ত্র)।

কিন্তু জোট সরকারের সময় এই চিত্র পালটে যায় যা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একই ছিল। বিশেষ করে বুলেট, মরন, মামুন, রাজনের মত বড় বড় মাদক ডিলারদের ধরা পরার পর এই চেহারা পালটে যেতে থাকে। কমছে কম প্রকাশ্যে মাদক সেবন প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমান মহাজোট সরকারের সময় পূর্বের চিত্র আবার ফিরে আসছে। বিশেষ করে দুই কবরস্থানে মাদক সেবকেরা আবার দেখা যাচ্ছে।

তবে এর মাঝে যে বিষয়টি ভয়াবহ তা হল এর বেশির ভাগই দেখা যাচ্ছে বিদ্যালয়গামী শিশু। নিউ পল্টন স্কুল এবং ওয়েস্টার্ন স্কুলের শিক্ষার্থীদের এই কাজে বেশি দেখা যাচ্ছে, সাথে জুটেছে নতুন খোলা রায়হান কলেজ। এখনো এই অবস্থা ভয়াবহ রূপ নেয়নি। তাই সরকার যদি এখনি পদক্ষেপ গ্রহণ করে তাহলে অনেক শিশু, শিক্ষার্থী, ও পরিবার ক্ষতির হাত থেকে বাঁচবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।