আমাদের কথা খুঁজে নিন

   

ভাল ব্যাগ যেখানে পাওয়া যায়

আমার ব্যক্তিগত ব্লগ আমি দেখেছি ব্যাগের সবচেয়ে ভাল কালেকশন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। দামও এরা কমিয়ে দেয় দামাদামি করলে। তারপরও ব্যাগ কেনার সময় এতো দুর না গিয়ে গিয়েছিলাম ইস্টার্ন প্লাস মার্কেটে। যেই ব্যাগটা বাজেটে আসবে বলে মনে হলো সেটা সর্বোনিম্ন চাইলো ৭৫০টাকা। আমার বাজেট ছিল ৫০০টাকা।

এরপর গেলাম টুইন টাওয়ার মার্কেটে। একই ব্যাগ এরা চাইতে লাগল, ১০০০, ১১৫০ সবচেয়ে কমে বলল ৮০০টাকা। কি আর করা এবার গেলাম মৌচাক। দোতলায় সামনের সিড়ি দিয়ে উঠতেই ডানদিকে একটা দোকানে কিছু ব্যাগ চোখে পড়ল। আমাদের পছন্দ করা ব্যাগটিও আছে।

দাম জানতে চাইলাম, বলল ৫০০টাকা। অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত ৪৮০টাকায় ব্যাগটি কিনলাম। এখন দেখা যাক মান কিরকম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।