আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ এর বেশি

ভারত, নেপাল, ভুটান ও তিব্বতে গত রোববার আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধার ও ত্রাণকর্মীরা। হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে আহত ও আটকে পড়া ব্যক্তিদের। প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে আহত ব্যক্তি ও বিদেশি পর্যটকদের নিয়ে ফিরে আসছে হেলিকপ্টারগুলো। ভূমিকম্পে সিকিমে ৬৮ জন প্রাণ হারিয়েছে।

ভূমিকম্প-কবলিত অনেক গ্রামের সঙ্গে এখনো যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের উত্তরাঞ্চলীয় মানগানের একটি হেলিপ্যাড থেকে খাবার ও চিকিৎসাসামগ্রী নিয়ে নিয়মিত সামরিক ও বেসামরিক হেলিকপ্টার উড়ে যাচ্ছে। জনবিরল গ্রামাঞ্চলের ওপর দিয়ে হেলিকপ্টারে করে যাওয়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির আলামত দেখা যায়। ভূমিকম্পের কেন্দ্রের আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্বিগ্ন আত্মীয়স্বজনেরা মানগানে ভিড় করছে। তারা স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা জানার চেষ্টা করে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।