আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নে তুমি

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org   মনের মাঝে বয়ে চলে মন খারাপের পাগলা হাওয়া তোমায় নিয়ে স্বপ্ন আঁকি স্বপ্ন দেখি তোমায় পাওয়া। ঘুমের মাঝে স্বপ্ন চুমে নীলপরী সব ডানা মেলে সত্যি হবে স্বপ্ন আমার চোখ খুলে আজ তোমায় পেলে। লাল হওয়া ঐ আকাশ পানে সূর্য ডোবা দিনের শেষে দেখি যেন তোমায় আমি লাল টুকটুক পরীর বেশে। জ্যোৎস্না রাতের আলোর ভিরে খুঁজি তোমায় নদীর তীরে হাতে হাতে দুহাত রাখি স্বপ্নে যেন তোমায় দেখি। অন্ধকারের তারার মেলায় হারায় যে মন তোমার খেলায় থাক তুমি যদি পাশে থাকব বেঁচে তোমার আশে। বৃষ্টি নামে টাপুর টুপুর মেঘলা দিনের অলস দুপুর হাত বাড়িয়ে বৃষ্টি পাওয়া মনে মনে তোমায় ছোঁয়া। ঘুম ডাকে যে নিদের দেশে চোখের মাঝে ঘুমের রেশে ঘুম কেড়ে নেয় কে যে আমার নিদ্রাহীন এক পরীর বেশে। মন ডাকে যে মনটাকে আজ মন খারাপের কান্না ঝরে বৃষ্টি ঝরা রাতের শেষে হাত বাড়িয়ে তোমায় খোঁজে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।