আমাদের কথা খুঁজে নিন

   

‘তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া অস্বচ্ছ’

আজ আমার মন ভাল নেই। সময় আর অসময়ের আধো আলো ‘তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া অস্বচ্ছ’ মুজাহিরুল হক রুমেন বার্তা২৪ ডটনেট ঢাকা, ২২ সেপ্টেম্বর: এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নিয়মবহির্ভূত প্রক্রিয়ায় জ্বালানি মন্ত্রণালয় দাম বাড়ানোর মাধ্যমে সরকারকে জনবিচ্ছিন্ন করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে কমিশনকে নামে স্বাধীন ও স্বনির্ভর হিসেবে উল্লেখ করে আবার জ্বালানির দাম বাড়ানো-কমানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের সিদ্ধান্তগ্রহণকে সরকারবিরোধিতা বলেও মন্তব্য করেন তারা। রোববার দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার আবার সোমবার গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে তারা বার্তা২৪ ডটনেট’র কাছে এ মন্তব্য করেন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, “জ্বালানি মন্ত্রণালয় সরকারের প্রতিনিধি।

কিন্তু তারা সরকারের প্রতি জনগণের অনাস্থা বাড়ানোর প্রতিযোগিতা করছে। ” তিনি বলেন, “বিশ্ব বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য আনতে দেশে জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে। কিন্তু তার জন্য স্বচ্ছ প্রক্রিয়া রয়েছে। বিইআরসি’র গণশুনানি প্রক্রিয়াকে এড়িয়ে গিয়ে ইচ্ছেমতো দাম ঘোষণার মতো ঘটনা সরকারকে জনবিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। ” “গণশুনানির মাধ্যমে দাম বাড়ানোর পরিমাণ ও সময় নির্ধারণ করা হলে তা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হতো”- এমনটাই মনে করেন অধ্যাপক শামসুল আলম।

তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে পাওয়ার সেল’র সাবেক মহাপরিচালক বিডি রহমত উল্লাহ বার্তা২৪ ডটনেটকে বলেন, “সরকার বেপরোয়াভাবে বিদ্যুৎ খাত বেসরকারি হাতে ঠেলে দিয়ে সমস্যা তৈরি করেছে। ” তিনি বলেন, “তেলের দাম না বাড়ালে সরকারকে বছরে আট হাজার কোটি টাকা লোকসান গুনতে হতো। তাই দাম বাড়াতেই হতো। কিন্তু কখনো তা স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিইআরসির স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া নয়। তবে দাম বাড়ানোর এ প্রক্রিয়া সরকারের বেপরোয়া অবস্থানই স্পষ্ট করে।

” “জ্বালানির দামবৃদ্ধি কার্যকর করতে সরকারনির্ধারিত সময় রাত ১২টার পর কেন?”- এ প্রশ্ন তুলে বিডি রহমত উল্লাহ বলেন, “স্বচ্ছ কোনো কাজের জন্য রাত গভীর হওয়ার প্রয়োজন নেই। ” বিইআরসি সদস্য ড. সেলিম মাহমুদ বার্তা২৪ ডটনেটকে বলেন, “জরুরি সামঞ্জস্যতা প্রয়োজনের কারণে শুনানি ছাড়াই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এমনটা জরুরি প্রয়োজনে হতে পারে। ” তবে তেলের দাম মন্ত্রণালয়ই বাড়িয়েছে বলে জানান তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।