আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রলোকের অভিশাপ আজ শহরের অন্তর জুড়ে

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina / নক্ষত্রলোকের অভিশাপ আজ শহরের অন্তর জুড়ে লোকালয় পুড়ে খাক হবে পুড়ুক তার অন্তর আদিগন্ত পশুর দল পালাবে শহর ছেড়ে এ জাহান্নাম এ জাহান্নাম হোক ছোট ছোট ঘাসফুল বড় ভাল ছিল তারা লুকিয়ে লুকিয়ে চুপি চুপি বেঁচে থাকুক আজ । নগরের অভিশাপ আজ তার সারা শরীর জুড়ে ক্ষত বিক্ষত হয়ে মৃত নগরীতে রূপ নেবে ঊড়ে যায় এ নগর থেকে সকল পাখির দল পেঁচারা লুকিয়ে থাকুক গাছের কোটরে এ শহর পুড়ে যাক এ শহর অংগার হোক .. নতুন করে জন্ম নেবে জান্নাতের ফুল নতুন করে হুর পরীরা সাজাবে আমাদের নগরী এখন জ্বলে যাচ্ছে যাক ।। পুড়ুক এর অন্তর ।। অবশেষে সোনা হয়ে আলো ছড়াক এই শহরের প্রতিটি স্ট্রীট লাইট ।। প্রতিটি নগরবাসীর অপেক্ষা জান্নাতের ফুলের ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.