আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিক্রিয়া-১

ব্লগ লিখার মত অনেক টপিকস মাথায় আসে, কিন্তু লিখতে ইচ্ছা করে না... তবে কমেন্ট করতে ভাল লাগে... মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবি 'গেরিলা' ও 'মাটির ময়্না' পরপর দেখলাম্। অতঃ পর দুটি ছবির মদ্ধে কিছু সুস্পষ্ট পার্থক্য সামনে চলে আসে - ১। মাটির ময়্না ছবিটি একটি অরাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত, গেরিলা ছবিটিতে মুলতঃ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার বিষয়্টি বারবার ই সামনে এসেছে ২। মাটির ময়্না ছবিটিতে সমকালীন সমাজকে তুলে ধরা হয়েছে, ধর্মান্ধতার বিষয় টি যৌক্তিকভাবে নিয়ে আসা হয়েছে এই ছবিটিতে ৩। গেরিলা ছবির কাহিনী প্রবাহ ও পটভুমি দুর্বল ও ক্ষেত্র-বিষেশে অসামন্জস্যপুর্ণ মনে হয়েছে ৪। মুলতঃ ভাল ছবি তৈরি করার জন্য কোন নির্দিষ্ট গোষ্ঠী কে সন্তুষ্ট করা পূর্ব-শর্ত নয়্, দেশপ্রেম ই যথেষ্ট ৫। গেরিলা ছবিটির নামকরণ পুরপুরি ই অযৌক্তিক্, আমাদের দেশে এই আগেও মুক্তিযুদ্ধ ও গেরিলা যুদ্ধ সম্পর্কে অসাধারন নৈপুন্যে অভিনয় বাস্তবতার ছায়া খুঁজে পেয়েছে, এই ছবিটি মুলতঃ মুক্তিযুদ্ধের অনুভুতিকে পুঁজি করে ব্যবসা করার জন্যই তৈরি হয়েছে বলে বোধ করি। দুটি ছবি ই সবাই দেখবেন্, গুণগত মান নিজেই যাচাই করুন্, ভাল ছবি কে উৎসাহিত করুন্ মুক্তিযোদ্ধা নাসিরুদ্দীন ইউসুফ কে অসম্মান করা বা কোন রাজনৈতিক দলকে সমর্থন করা এই লেখার উদ্দেশ্য নয়্।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।