আমাদের কথা খুঁজে নিন

   

এ কি !!!! OMG!!! ওহে ভুমি, কাকে দেখে এত কাপাকাপি???----- ফেবুকম্প

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। ফেসবুকীয় কম্প(ফেবুকম্প) নিয়ে যেখানে সবাই মত্ত; তাতে আমিও কিছু যোগ করব বলে ভাবলাম। নিচের ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। কারো সাথে মিলে গেলে আমি দায়ি নয়। ভুমিকম্প হইতে হইতেই কাপাকাপি বুঝিয়া দোড় লাগাইলাম।

ভাবতেছেন যে এই দোড় লাগাইছি বাইরে যাওয়ার জন্য??? জি না, দোড় লাগাইলাম আমার মোবাইলটার জন্য। আমার পরাণের পাখি, জান মোবাইলটা ছিল অন্য রুমে। ভাবলাম, কোন কিছু যদি হয়ে যায় তবে আমার এই জানকে রেখে চলে যাব না কি?? না তা সম্ভব না। তাই, উহাকে লইয়া ফেরত এলাম। দেখিলাম কাপাকাপি বন্ধ আর হয় না।

অতঃপর সবার আগে এই কম্পনের খবর পৌছায় দেওযার জন্য মোবাইল থেকে ঢুকলাম ফেসবুকে। ভূমি তখনও কাপিতেছে আর আমার বুকও কাপিতেছে ভয়ে এবং হাতের আংগুল কাপিতেছে ফেসবুকে আপডেট দেওয়ার জন্য। সুযোগ পাইছি, ছাড়ুম কেনে?? স্ট্যাটাস আপডেট করতে করতে ভুমির কম্পন থামল। এবার শুরু হল ফেসবুক কম্প। স্ট্যাটাস দিলাম: "এ কি !!!! OMG!!! ওহে ভুমি, কাকে দেখে এত কাপাকাপি???" এবার শুরু হল লাইক আর কমেন্টের বন্যা।

রহিম : "দোস্ত, তোর প্রিয় নায়িকা নওশীন রে দেখে। " আবুল : "নওশীন নায়িকা হলো নাকি কোন। আর ও সুন্দর তোরে কে কইল??" শর্মি: "ঐ তুই বাইচা আসোস্ নি এটা বল। তোর কারে দেখে হৃদয় কম্পন করে। " আমি: "বাইচা আছি, বাইচা আছি।

জানিসই তো কারে দেখে.... " বাবুল: "কারে দেখে রে??? fishy fishy odour লাগে.. " শর্মি: "বলা যাবে না, বাবুল। " বাবুল: " আমি: "ওরে বাবুল, রয়ে গেলি আবুল। প্রথম কমেন্টেই তো আছে সব। " রত্না: "ভূমিকম্প নিয়ে ফাজলামো করিস্ .... আবার কবিতাও লিখছিস দেখি। এত ভাব কোথা থেকে আসে???" জাকারিয়া: "ভূমিকম্প হয়ে থাকে ভূ-পৃষ্টে বিদ্যমান প্লেটের নাড়ানাড়িতে।

যখন..... (এই বিশেষ আতেল বন্ধুটি তারপর নানা কিছু লিখছিল ভূমিকম্প নিয়ে আজাইরা জিনিষ। আমার পড়ার ধৈর্য হয় নি আর) রহিম: "আতেল আতেলই থাকে। " দুলু: "আরে এটা হলো মহান আল্লাহতালার একটা সাবধানবাণী। আজই তোরা সব পাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যা। " কলিম: "জানিস ৬.৮ মাত্রার ভূমিকম্প হইছে।

এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প। কত বড় ব্যাপার। " আশিক: "আমার তো মনে হয় এটা বিরোধী দলের ষড়যন্ত্র। দেশের শান্তিপ্রিয় মানুষকে অশান্তিতে রাখার কৌশল। " (এই বন্ধুটি কিসের সমর্থক এটা বলে দিতে হবে না মনে হয়) দীপ: "এটা কোন কথা।

এত বড় ভূমিকম্প আর বিটিভি কিনা পড়ে আছে কে কোথায় মিটিং করছে এসব নিয়ে। আজিব জিনিষ এই বিটিভি। " আশিক: "বিটিভি অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদ দেয়। " দীপ: "কইছে তোরে " ফাহিম: "আমার তো মনে হয় তোদের ধারণা ভুল। ভূমি কেপে উঠে নাই।

আমার ফোনের ভাইব্রেশন কাপছিল। আর তোরা সেটারে ভূমিকম্প ভাবতেছিস। " রকিব: "তোরা সব যেমনে গাছপালা ধ্বংস করছিস এর জন্যই এমন হচ্ছে। " (প্রকৃতিপ্রেমি) রকি: "ধুরও তোরা আজাইরা প্যাচাল পাড়তেছিস। চেলসি-ম্যান ইউ খেলা তাই ভূমি খুব excited খেলাটা নিয়ে।

তাই টেনশন ধরে রাখতে না পেরে এমন হইছে। ম্যান ইউ জিতবে। " জন: "চেলসি চেলসি চেলসি.... কারা চেলসির দলে আসো সবাই। ঝাপিয়ে পড়ো যার যা কিছু আছে তা নিয়ে। " এরপর অনেকক্ষণ ধরে ম্যান ইউ আর চেলসি পক্ষের মধ্যে চলল বচসা।

পড়ল কমেন্টের পর কমেন্ট। আসল বিষয় হারিয়ে গেলো জলের অতল গহ্বরে থুক্কু, ফেসবুকের অতল গহ্বরে। অবশেষে একটাই শান্তির কথা, বাংলাদেশ বড় কোন দূর্ঘটনা ঘটে নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।