আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তা ব্যারেজে ফাটলের আশংকায় , সব পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশের এক বিশাল অংশ প্লাবিত । অনেক ফসলের ক্ষতি।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... গত রবিবারের ভূমিকম্পে সিকিম , নেপাল , ভুটান সহ অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। বাংলাদেশে প্রবল ভাবে সেই ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের ভূমিকম্প স্থলের অনেক কাছে পড়েছে তিস্তা ব্যারেজ এই তিস্তা ব্যারেজে ফাটলের আশংকায় , ভারত সরকার প্রায় সব পানি নিষ্কাশনের পদক্ষেপ নেয়ায় তলিয়ে গেছে বাংলাদেশের উত্তর পম্চিমাঞ্চলের শস্য ভান্ডার ক্ষ্যাত দিনাজপুর সহ বিশাল এলাকা। তাতে বাংলাদেশের ফসল হানী হওয়ায় খাদ্য ঘাটতির মুখে পড়তে পারে বাংলাদেশ । ভারতের একতরফা পানি আটকিয়ে রাখা এবং পূর্ব সতর্কতা জারী না , করে এভাবে তিস্তা ব্যারেজের সব পানি বাংলাদেশের দিকে ঠেলে দেয়া আন্তর্জাতিক পানি আইনের পরিপন্থি । এই ব্যাপারে বাংলাদেশ সরকার কে ভারত সরকারকে হুসিয়ার করে দেয়ার প্রয়োজন। হুসিয়ারীতে কাজ না হলে আন্তর্জাতিক আদালতে মামলা করা প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।