আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজারঃ ABCD

বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... শেয়ার বাজারে ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন যারা ব্যবসায় আসতে চান তাদের প্রয়োজনীয় ‍অনেক টার্ম ভালো মত জানা দরকার। কিছু টার্ম শেখানোর চেষ্ঠা করতে যাচ্ছি। শেয়ার কি?‍ঃ কোনো কোম্পানী মূলধন (তহবিল) সংগ্রহের জন্য জনসাধারণের কাছে টাকা নেয়। বিনিময়ে বছর শেষে কোম্পানীর অর্জিত লাভের একটা পার্সেন্টেজ বিনিয়োগ কারীকে দেয়।

এটাই শেয়ারের সাধারণ ধারণা। IPO: Initial public offering. কোনো কোম্পানী যখন প্রথম মাকের্টে আসে, তখন লটারীর মাধ্যমে যে শেয়ার দেয় তাকে IPO বলে। একে প্রাইমারী শেয়ার বলে। নবীন ব্যবসায়ীদের কাছে এটা বেশ জনপ্রিয়। তবে এই শেয়ার পাবেন কি না তা ভাগ্যের উপর নিভর্রশীল।

শেয়ার ব্যাবসা কি?‍ঃ কোম্পানী আপনার কাছে মূলধন নেবে এবং বাৎসরিক লাভের উপর আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। তবে আপনি যদি ১ বছর অপেক্ষা করতে না চান তবে ব্রোকার হাইজে গিয়ে যেকোনো সময় আপনার শেয়ারটি বিক্রি করে দিতে পারেন। এভাবে শেয়ার কেনা বেচার মাধ্যমে যে ব্যবসা করা হয় তাকে শেয়ার ব্যবসা বলে। প্রাইমারী শেয়ার বিক্রি করলে সেটাকে সেকেন্ডারী শেয়ার বলে। B/O Account: বেনিফিসিয়ারী ‍অ্যাকাউন্ট।

ব্যাংক অ্যাকাউন্টের মত একটি ‍অ্যাকাউন্ট যা শেয়ার লেনদেনে ব্যবহৃত হয়। (খুলতে 200-1300 টাকা ‍লাগতে পারে তবে অ্যাকাউন্টটি ব্যাংকে নয় ব্রোকার হাউজে খুলতে হয়) ব্রোকার হাউজঃ ব্যাংকের মত একটি প্রতিষ্ঠান যেখানে শেয়ার কেনা বেচা হয়। শেয়ারের যাবতীয় লেনদেন ব্রোকার হাউজের মাধ্যমে হয়। Price Earning Ratio (P/E)‍ঃ প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানী যত আয় করে তার অনুপাত। অনুপাত যত কম হবে শেয়ারের মান তত ভালো হবে।

অনুপাত 20 এর উপরে গেলে শেয়ারটিকে ঝুকিপূর্ণ ভাবা হয়। Earning Per Share (EPS): প্রতি শেয়ারের বিপরীতে কম্পানি যত আয় করে তাকে EPS বলে। EPS যত বেশি হবে শেয়ারের মান তত ভালো হবে। Last Trade: সর্বশেষ যত টাকায় শেয়ারটি কেনা বেচা হয়েছে। Face Value: কোম্পানী দ্বারা নির্ধারীত 1টি শেয়ারের প্রথম দাম।

ফেস ভেলু 10 টাকা বলতে বুঝায় 1টি শেয়ারের প্রাথমিক দাম 10 টাকা পরে কেনাবেচার মাধ্যমে এটি বাড়তে/কমতে থাকে। Market Lot: কয়েকটি শেয়ারকে গুচ্ছাকারে 1টি লট বলে। যেমন 50টি শেয়ার নিয়ে 1টি লট বা 500 টি শেয়ার নিয়ে 1টি লট হতে পারে। কতটি শেয়ার নিয়ে 1টি লট হবে তা কোম্পানী ঠিক করে দেয়। - ইন্টারনেটে বিভিন্ন ব্লগ, ফোরাম থেকে সংগৃহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.