আমাদের কথা খুঁজে নিন

   

ছবি গুলো দেখেনতো ভয় লাগে কি না?? (ভুমিকম্পের হাত থেকে আমাদের ঢাকা শহড়কে রক্ষার উপায় ও সচেতনতা মুলক সামুতে স্টিকি পোষ্ট চাই।)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ রাখাল আর বাঘের গল্প সবাই জানে কিন্তু তা থেকে কেহ শিক্ষা নেয় না। ঢাকা ভুমি কম্পের জন্য অনেক বেশি ভয়ানক শহড় বললেও কারও তা নিয়ে মাথা ব্যাথা নেই। ইন্দোনেশিয়ার সুনামি কিংবা সাম্প্রতিক জাপানের তান্ডব দেখেও যারা শিক্ষা লাভ করে না, নিজেদের সচেতন করে না তাদেরকে বাঘের সামনে ছেড়ে দিলেও মনে হয় শিক্ষা হবে না। যথা তথা ড্রেন খনন, বিনা পরিকল্পনায় দালান তৈরি আর পলিথিন ব্যাবহার বন্ধ না করতে পারলে অল্প ভুমিকম্পেই আমাদের রাজধানীর হয়ে যাবে অকল্পনিয় ক্ষতি, যা এখনো কেহ উপলব্ধি করতে পারছে না, কিন্তু ঘটনা যখন ঘটে যাবে তখন হয়ত বুঝার মত মানুষই অবশিষ্ঠ থাকবে না। আসুন নিজেরা সবাই সচেতন হই, আমাদের পৃথিবির ব্যালেন্স ঠিক রাখতে যা যা করা প্রয়োজন সে সমন্ধে জ্ঞান অর্জন করি এবং সেই অনুযায়ি চলার অভ্যাস গড়ে তুলি এবং অপরকে উৎসাহিত করি। মনে রাখবেন, এই পৃথিবিই আমাদের একমাত্র আবাসস্থল। ছবিগুলো গতকাল ভারতের ভুমিকম্পের ছবি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।