আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুসা ইব্রাহীম ও একজন জাফর ইকবাল!!! (Copied from facebook)

সময়ের সমুদ্রের পার--- কালকের ভোর আর আজকের এই অন্ধকার Arif R Hossain কেন এতো বড় সেলিব্রেটি? তার ব্যঙ্গময় স্ট্যাটাস পড়ুন বুঝতে পারবেন। আখতারুজ্জামান আজাদ কেন সেলিব্রেটি? তার কবিতা পড়ুন উত্তর পাবেন। মাজহার মিথুন কেন সেলিব্রেটি? তার লেখা গল্প পড়ে দেখেন। Musa Ibrahim কেন ভাব নেয়? বুঝলাম না। নিশাত মজুমাদারের মতো মেয়েরাও তো দিনে দুইবার করে হিমালয়ে হাওয়া খেতে যাচ্ছে।

ফেসবুক সেলিব্রেটি হতে হলে... লিখতে জানতে হয়। পরিশীলিত বুদ্ধিমত্তা থাকতে হয়। তীক্ষ্ণ যুক্তিবাদী হতে হয়। হুট করে স্ট্যাটাস দিলে কি ক্ষতি হয়, আজ হাড়ে হাড়ে বুঝতে পারছেন। পরিচিতিকে কাজে লাগানো যায় বিভিন্ন ভাবে... আপনি সেটা ভালোয় তো করছেন... ক্যাসপারস্কাই দিয়েই তো কোটিপতি।

টাকা দিয়ে হিমালয়ে আরেকবার যান। আন্দিজে যান। পারলে একবার আমাজানেও যান। বিষয় না। বিষয়টা হলো ফেসবুকে আইডি থাকলেই কি পোস্ট দেওয়া লাগবে? লাগবে না ভাই... পোস্ট দিলে যুক্তি-প্রমান নিয়েই নামবেন।

দুই ঘন্টা পর যুক্তিতে পারবেন না আবার নিজেই ডিলিট করে বলবেন... স্ট্যাটাস খাইয়া গেছে... তাতো হয় না। আমাদের বাড়ী ফেসবুকে... পড়ি ফেসবুকে... ঘুমাই...খেলি...হাসি...কাদি... ফেসবুকই আমাদের প্রেমিক বা প্রেমিকা... অবিবাহিতদের স্ত্রী... আমাদের গলিতে এসে আমাদের ছাড়বেন চোরা গলিতে, তাতো হয় না... রংপুরের ভাষায় বলতে চাই... হামার জমি...হামার মসজিদ আর হামরাই জায়গা পাইনে... ওর ...... ...... আল্লাহু আকবার। নিজের ইমেজ নষ্ট করতে ফেসবুকে আপনার না আসায় ভালো। পাহাড়ের ঢাল টপকানো যতটা কঠিন, ফেসবুক কমিউনিটির হামলা সামলানো তার চাইতে বেশী কঠিন... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.