আমাদের কথা খুঁজে নিন

   

বিটলামি মুডে আছি

পরাঞ্জয়ী... চোখ জ্বলতেছে ঘুমে। মেজাজ বিলা। মেজাজ খারাপ থাকলে বিটলামি করা খুব ভালো ওষুধ। ভাবলাম বিটলামি টা ব্লগেই করি। ঘুমাইছি ৫ টায়।

সকাল নয়টায় যদি ফোন আসে তাইলে তো ফোন কারনেওয়ালাকে ধোলাইখালে নিয়া ভাঙ্গা টিনের মত পিটাইতে ইচ্ছা করে! আজকে রিংটোন অফ করতে ভুলে গিছিলাম। রিংয়ের শব্দ শুনে চোখ ২ টা টেনে হিঁচড়ে খুলে স্ক্রীনে দেখলাম শাকিব খান (এর চেহারা শাকিব খানের মত হাফ লেডিস টাইপ)! এত কষ্ট কইরা চোখ খুলাটাই বৃথা! ধুরো! আমি: ভূমিকম্পে কি তোর বিল্ডিং ভাইঙ্গা পড়ছে? থাকার জায়গা খুঁজোস? শাকিব খান: না রে, আম্মা অসূস্থ। আমি এইবার একটু সিরিয়াস হইলাম। আমি: ক্যান, আন্টির কি হইছে? কৈ আছে এখন। আমার আসতে হবে? শাকিব খান: আরে মানে এই অসুখ সেই অসুখ না।

মানে আর্থ্রাইটিস, লো প্রেশারে আম্মা বিছানা থেকেই তো উঠতে পারে না। বাসায় অনেক প্রবলেম হইতেছে। খালা আম্মা সবাই চাপ দিতেছে বিয়ে করার জন্য। তাই তোরে ফোন দিলাম। আমি: ও আচ্ছা, আমারে বিয়া করবি? আন্টি কি আমার কথা কইছে? নাকি তুই কইছস? কিন্তু তুই তো বেকার।

আমারে কি ঘাস খাওয়াবি? আমি তো তোর বাপের টাকায় খামু না। শাকিব খান: উফফফফফ! তোর কি লাজ শরম নাই? এইগুলা কি কস? তোরে বিয়া করুম ক্যান। একটু সিরিয়াস হইতে পারিস না? আমি: ব্যাটা বলদ, মাইঝ রাইতে ফোন দিয়া তুই বিয়ার কথা কস, সিরিয়াস ক্যামনে হমু? শাকিব খান: মাঝ রাইত? এখন সকাল ৯টা বাজে! আমি: যে ভোর ৫টায় ঘুমায় তার জন্য সকাল ৯টা মাইঝ রাইত! যাউকগা, এখন ক, আমি তোর সেবায় কি করতে পারি। (ততক্ষনে আমি উঠে বসছি) শাকিব খান: তোর এক ছোট বইন আছে না, দিতি না তিথি। একটু খোঁজ নিয়ে বলবি? আমি: ঐ মাইয়া তো, কচ্ছপের গতি কপি কইরা বড় হইছে।

৩ বার জিজ্ঞেস করলে একটা কথার জবাব দেয়, লজ্জায় দিনে কয়বার অজ্ঞান হয় আল্লাহ মালুম, সে তো কিচেন থেইকা বেডরুমে আইতে আইতে সকাল হইয়া যাইব। শাকিব খান: সিরিয়াস কইতাছস? আমি: হ, মিছা কমু ক্যান? আর তুই তো একটু ইচিং বিচিং মাইয়া পছন্দ করস, এখন আবার এমুন খুঁজস ক্যান? শাকিব খান: পাগলি মাইয়া পছন্দ করতাম। কিন্তু সংসার সামলাইতে তো পাগলি মাইয়া চলেনা। পাগলি মেয়ের সাথে প্রেম করতে মজা। বিনোদন, আর বিনোদন।

সংসারে তো বিনোদনের থেকে দায়িত্ব বেশি। আমি: দোস্ত তাইলে আমার কি হবে? শাকিব খান: কি আর হবে, জীবনভর বইসা বইসা বিটলামি করবি। -------------------------------------------------------------------------- আমি ডিসিশন নিছি নেক্সট যেদিন শাকিব খানের সাথে দেখা হইব, ওরে গুইনা গুইনা ৫ খান লাত্থি মারুম। দেখি দিতির আম্মা রে ফোন দিমু সন্ধ্যায়। জীবনের ১ম ম্যাচ মেকিং, দোয়া রাইখেন ভাই/বইনেরা।

-------------------------------------------------------------------------- এই পোষ্ট যখন লিখতেছি, খবর পাইলাম যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন প্যাদানি খায়া সামলাইতে কাঁনতে কাঁনতে দৈনিক যূগান্তরের অফিসে আইছে মিটিং করতে। আমি কইলাম, ওরে জানি এক কাপও চা ও না দেয় এইটা লাস্ট বিটলামি, আইজকা আর বিটলামি করুম না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।