আমাদের কথা খুঁজে নিন

   

মা, শুধু একটা শোকবার্তা কি সব কষ্ট ভুলিয়ে দিতে পারবে? পারবে,তোমাকে হারানোর বেদনা ভুলাতে?

হৃদয়ে থাকুক বসন্ত ২০০৫ সালে স্কুলের দুরন্তদিন পার করে এসে, ভর্তি হলাম ঢাকা কমার্স কলেজে। ভর্তি হয়েই দেখলাম, সর্বনাশ! এ কোথায় এসে পরলাম! চারদিকে শুধু নিয়ম-শৃঙ্খলার বুলি। নিয়ম ভাংলেই, খাড়া নেমে আসবে। ভয়ে ভয়ে, ক্লাস করতাম। কখন স্যাররা রুষ্ট হন! কপালে জুটে যাবে, রেড টিসি! এতসব ভয়ের মাঝেও, একটা ক্লাস প্রানে এনে দিতো স্বস্তির বাতাস।

ছোট্ট একটা মানুষ, সবার মন জয় করে নিয়েছিলো। ছোট একটা পলকা শরীর নিয়ে, ক্লাসের এ মাথা থেকে ও মাথা হেটে বেড়াতেন, পাখির মত। হৈমন্তীর পাঠদানকালে, মুগ্ধ হয়ে চেয়ে থাকতাম। কখনো কখনো তাকে মনে হত, তিনিই বুঝি হৈমন্তী। সুন্দর হাসিটা,আমাদের জন্য যেন মা-কে ছেড়ে আসার কষ্ট ভুলিয়ে দিতো।

আজ তিনি নেই। চিকিৎসক নামের কিছু পশুর অবহেলায়, তিনি ঝরে গেলেন। আমরা আমাদের মাকে হারালাম। মা, পরপারে তুমি ভালো থেকো। তোমার সন্তান বেড়ে উঠবে, যত্নে।

তুমি যেমন আমাদের গড়ে তুলেছিলে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।