আমাদের কথা খুঁজে নিন

   

my 1st Blog

কালশিটে ছোট ছোট হাত পা নিয়ে শুয়ে আছে ছেলেটি । বোধ করি ১০ টির বেশী ফুঁটো আছে জামায়। তাঁকে দেখলে মনে হয় তাঁর হৃদয় বাইরে উঁকি দিচ্ছে তাঁর জামার ভিতর থেকে বাইরের পৃথিবী দেখার জন্য। খুব ভোরে গিয়েছিলাম একটু বাসস্ট্যান্ডে। কথা বললাম তাঁর সাথে -- কিরে ঘুম থেকে কখন উঠলি ।

বলল যে ঘরে থাহি বৃষ্টি আইলে ভাঙ্গা জানালা দিয়ে পানি আহে, তাই আইজকা বাসের জানালা দিয়ে ঢুইকা বাসেই ঘুমাইলাম । ছেলেটিকে কিছু টাকা দিয়ে বললাম, সকালের নাস্তা খাইছ। ছোট একটা হাঁসি দিয়ে- ভাবতে্ছে তাঁর জামার ভিতর থেকে বাইরের পৃথিবী দেখার জন্য। খুব ভোরে গিয়েছিলাম একটু বাসস্ট্যান্ডে। কথা বললাম তাঁর সাথে -- কিরে ঘুম থেকে কখন উঠলি ।

বলল যে ঘরে থাহি বৃষ্টি আইলে ভাঙ্গা জানালা দিয়ে পানি আহে, তাই আইজকা বাসের জানালা দিয়ে ঢুইকা বাসেই ঘুমাইলাম । ছেলেটিকে কিছু টাকা দিয়ে বললাম, সকালের নাস্তা খাইছ। ছোট একটা হাঁসি দিয়ে- ভাবতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।