আমাদের কথা খুঁজে নিন

   

কম দামে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই। বেঁচতে চান কেউ?

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি । ভাল কন্ডিশনের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছি। আছি ঢাকায়। পরিচিত কেউ আছন যে গাড়ি বিক্রি করতে চান? মডেল আর বাজেট সেরকম স্পেসিফিক না। টয়োটা হলে ভাল হয়।

১৯৯৬ বা এর পরের মডেল হলে খুব ভাল। বাজেট ৭ থেকে ১০ লাখের মধ্যে থাকলে খুব ভালো হয়। মাইর টাইর খাওয়া না। ভাল কন্ডিশনের ভাল একটা গাড়ি দেন। পরিচিত কারও থাকলে জানাতে পারেন।

সম্ভাব্য দাম, মডেল, মডেলের সাল, রেজিস্ট্রেশনের তারিখ, কোথায় দেখাবেন সেটা জানিয়ে আমাকে ইমেইল করেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।