আমাদের কথা খুঁজে নিন

   

# মেঘ এর নানা রুপ নানা রং# মেঘ নিয়ে সুমন্টোগ্রাফির আরও একটি পোষ্ট ইন্সপায়ার্ড বাই টিনটিন ভাই

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) মেঘ নিয়ে ও তার সৌন্দর্য্য নিয়ে নতুন করে কিছু বলার নেই । শিল্পী বলেন আর ফটোগ্রাফার বলেন সবাই দেখবেন মেঘ নিয়ে চমৎকার সব কাজ করছে !! কাল মেঘ , ধলা মেঘ , রাঙা মেঘ , উড়ো মেঘ , গুড় মেঘ , ঝোড়ো মেঘ , কত রকমের যে মেঘ দেখা যায় আকাশের দিকে তাকালে তার বর্ণনা লিখে শেষ করা যাবে না !! আর দেখে তো শেষ হবার প্রশ্নই আসে না ! আসুন কিছু মেঘ এর ছবি দেখি আজ !!.......... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# কিছু দিন আগে টিনটিন ভাই এর কাছে মেঘের ছবি দেখেছিলাম !!! হঠাৎ মনে হলো আইডিয়া টা মন্দ না !! তাই একটু চেষ্টা করলাম বা পরীক্ষা করলাম মেঘের ছবি কেমন আসে !!! আমি খুশি এবং ভবিষ্যতে মেঘ এর রং আর রুপ নিয়ে কিছু একটা করার ইচ্ছে আছে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।