আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ি-অনুকাব্য

(১) ওগো আমার প্রাণ ডাহুকী কী বলবো তোমায় সাধের বিড়াল আমার ঘরে আমার বিড়ি খায়। (২) বিড়ি আমার করুণ সুরে কেঁদে মরে রাতে রাধা যেমন ভ্রমর শোকে বিজনা পাড়ে মাতে। (৩) বিড়ি হলো অগ্নি বাহক অগ্নিতে সুখ পাই আমার আমি আমার খুঁজে সিদ্ধিতে নেই ঠাঁই। (৪) বিড়ি আমার পরম প্রিয়া বিড়ি স্বর্গ সুখ টানে টানে ধোঁয়ার ঘোরে ভাসায় দিলাম শোক। (৫) বিড়ি যদি দেশটা হতো আমি আগুন লাগিয়ে লোভিদের সব ছাই করিতাম ছাই দিতাম উড়িয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।