আমাদের কথা খুঁজে নিন

   

Ask Bangladesher সেই ভয়াবহ দিনগুলো নেই আজ আর নেই

Ask Bangladesh-এর সেই ভয়াবহ দিনগুলো আজ আর নেই আজ আর নেই। । কোথায় হারিয়ে গেল অসহ্য বিকেলগুলো সেই আজ আর নেই। । মাহি UKতে, সবুজ ,আনোয়ার বাংলাতে নেই তারা আজ কোন খবরে, হিরো হিরো চেহারার মোস্তাকিম মামুন চাকুরী করে যে আজ BDমোটরে…..।

রুমাকে ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে সাইফুল আজও ব্যাচেলর, Chairman ধুঁকছে দুরন্ত Tension এ জীবন করে নি তাকে আজও পর। মোনালিসা-ই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো রনি ভাই স্বামী তার প্রেম আর মহব্বতে আগাগোড়া মোড়া সে যে বেশি কিছু চাওয়া পাওয়া নেই আর। খুলনার ছেলে মেহেদী লিমন সবসময় হাসি মুখে থাকতো , আর মন ভরা দুষ্টামী নিয়ে সবাক বক্তা হয়ে আরবাবের পিছে শুধু লাগতো । একটা অফিসে সেই আট নয় ঘন্টা রং চায়ে মুখ শুধু জ্বলতো, কখনো ফেজবুক কখনো সামু এই নিয়ে Time শুধু কাটতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক দশটায় অফিসে ঠিক ঢুকতাম সাড়ে দশটায় শুরু হয়ে বিরক্তি নিয়ে কাজ করে সাড়ে ছয়টায় ঠিক উঠতাম ।

বোকা বোকা চেহারা হাতেতে Lunch ব্যাগ মুছে যাবে মকবুলের নামটা , কোন Department-এ তার হলনা কো Fixed থাকা পেলনা সে পরিশ্রমের দামটা। অফিসের সোশালে, নাটকে মঞ্চে সুস্মিতা রবি গান করতো সামুর রাইটার আনোয়ার এসে রোজ কি গেয়েছে তাই শুধু শুনতো । সেই Ask Bangladesh নেই আজ BDBL তবু আছে 17th Floor অজোও খালি নেই একই সে Floor-এ আজ এসেছে নতুন কোম্পানি শুধু সেই সেদিনের Ask Bangladesh নেই কত স্বপনের রোদ ওঠে এই BDBL এ কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কত জন এল গেলো কতজনই আসবে BDBL টা শুধু থেকে যায় । Ask Bangladesher সেই ভয়াবহ দিনগুলো নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল অসহ্য বিকেলগুলো সেই আজ আর নেই । উৎসর্গ: সবুজ, আনোয়ার, সম্রাট, সাইফুল,মকবুল,রোহান,সুমন,রাছেল ও কবির।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।