আমাদের কথা খুঁজে নিন

   

এখন কি ল্যাপি কিনবো?

Bangladesh: Dream বলে রাখছি, ল্যাপি সংক্রান্ত এটা আমার তৃতীয় পোস্ট। তৃতীয় এই পোস্টায় বলার তেমন কিছু নাই। তবে একটা ঝামেলা আমার মাথায় পাকাইছে, এর জন্য দায়ি করছি দোয়েলকে। টেশিস যে ল্যাপি আনতেছে সেটার কথা বলছি। ভণিতা না করে মূল কথায় আসি। ল্যাপি আমি কিনবো, টাকা ৩৫ ম্যানেজ আছে, আসুসের এ৫২এফ মডেলটা পছন্দ অইছে। গত কিছুদিন আগে পত্রিকাগুলো সংবাদ দিল আগামি ৯ অক্টোবর দোয়েল বাজারে আসতেছে। ফলে আমার অনেক বন্ধু বলছে অন্তত একটা মাস ধৈর্য্য ধরতে, মানে এখন ল্যাপি না কিনে, দোয়েলের কম দামি ল্যাপি কিনতে, বা দোয়েল না কিনলেও অন্য কোম্পানিগুলোর ল্যাপির দাম কমবে তখন দেখে আরও ভালো কিনতে পারবো। তাই এখন আপনাদের কাছে পরামর্শ ঠিক এই মুহুর্তে ল্যাপি কিনবো কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।