আমাদের কথা খুঁজে নিন

   

ভাই এখন কোরবানির সিজন নাকি, খালি মানুষ কোরবানির কথা শোনা যাচ্ছে ??

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।

কারন, এরাই ইসলামের বড় শত্রু । ভাই এখন কোরবানির সিজন নাকি, খালি মানুষ কোরবানির কথা শোনা যাচ্ছে ?? এর মধ্যে অনেক শিক্ষিত ভাইরা আবার সেই সব জানোয়ারদের সাপোর্ট দিচ্ছেন । ভুলে যাবেন না, এক মাঘে শীত যায় না, তাই অরাজকতাকে সাপোর্ট দিয়ে, নিজের ও দেশের ক্ষতি করবেন না। এতে সাময়িক লাভ হলেও , স্থায়ী ক্ষতি । আজকে হরতালের কারনে অফিস ছুটি, কি মজা-- তাই না ? কাল যদি এই অফিস না থাকে, তবে তো আপনি বাল-বাচ্চা সহ শেষ ।

আরও মজা তাই না। ফুল ছুটি । এই দেশ টা জনগণের, তারপর সরকারের । তাই, কোন ক্ষতি হলেও সরকারের কিছু আসে যায় না। বাঁশ যা খাওয়ার তা এ জনগণ খায় ।

----শূন্য মানব ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।