আমাদের কথা খুঁজে নিন

   

স্যামসাং অ্যাপ্লিকেশান স্টোর পাবলিক-লি বয়কট করুণ.....!!!

নিজের নামের উপর একটা পোষ্টার লাগাতে চাই...। ইদানিং খুব বেশী স্যামসাং এর অ্যাপলিকেশান স্টোরে যাওয়া হয়। সমসাময়িক কিছু অ্যাপ্লিকেশান এর জন্য! একটা জিনিস খুব গুরুত্তের সাথে খারাপ লাগল। কিছু অ্যাপ্লিকেশানে চোখ রাখতে খুব তাজ্জব হয়ে গেলাম। ওই খানে কিছু এডাল্ট ১৮+ অ্যাপ্লিকেশান অ্যাড করেছে স্যামসাং সাথে ইসলামিক অ্যাপ্লিকেশান ও ফুল কোরআন।

এই গুলা ওরা ঢালাওভাবে সাজিয়েছে এক সাথে...!! .........কেন? যদি ১৮+ অ্যাপ্লিকেশান দিতে হয় তাইলে আলাদা ট্যাব বার খুলতে পারত। তা না করে এটা কি করল? এই গুলা কি মুসলিমদের দৃষ্টিতে আসে না?ইস্লামিক দেশ গুলাতে স্যামসাং স্মার্টফোন গুলো ভালই চলছে। আর পাবলিক ও দাঁত কেলিয়ে ডাউনলোড আর চোখ জুরিয়ে দেখতেছে। এভাবে পাশাপাশি ১৮+ অ্যাপ্লিকেশান এবং ইসলামিক অ্যাপ্লিকেশান ঢালাওভাবে সাজানোর কোন মানেই হয় না। এতে করে ইসলাম কে তাচ্ছিল্য করা হয়েছে।

স্যামসাং অ্যাপ্লিকেশান স্টোর পাবলিক-লি বয়কট করুণ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.