আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন 'স্পার্টাকাস' হোয়াইটফিল্ড

অস্ট্রেলিয়ার সিডনিতে ১১ সেপ্টেম্বর রোববার মৃত্যুবরণ করেছেন ‘স্পার্টাকাস: ব্লাড অ্যান্ড স্যান্ড’ তারকা অ্যান্ডি হোয়াইটফিল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৯ বছর। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন প্রয়াত এই অভিনেতার ম্যানেজার স্যাম মেডিউ। খবর টিএমজি’র। হোয়াইটফিল্ডের স্ত্রী ভাশতি এক বিবৃতিতে বলেছেন, ‘এই সুদর্শন যুবা সৈনিক সিডনির রৌদ্রোজ্জ্বল এক সকালে তার প্রিয়তমা স্ত্রীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

’ ২০১০ সালে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে নিউজিল্যান্ডে হোয়াইটফিল্ডের চিকিৎসা শুরু হয়। ১৮ মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ১১ সেপ্টেম্বর সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে মৃত্যুবরণ করেন তিনি। উল্লেখ্য, হোয়াইটফিল্ড ১৯৭২ সালে যুক্তরাজ্যের ওয়েলসে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে সিডনিতে স্থায়ীভাবে বসবাস শুরুর আগে তিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। এরপর অভিনয়ের সঙ্গে নিজেকে জড়ান তিনি।

শুরুর দিকে অস্ট্রেলিয়ান বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেছেন। ২০০৪ সালে অভিনয় করেন ‘অল সেইন্টস’ ছবিতে। পরবর্তীতে আরো কয়েকটি ছবিতে অভিনয় করলেও, খুব বেশি প্রচার পাননি তিনি। ২০১০ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘স্পার্টাকাস: ব্লাড অ্যান্ড স্যান্ড’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হোয়াইটফিল্ড। তিনি এই ছবির সিক্যুয়েলে অভিনয়েরও প্রস্তুতি নিচ্ছেলেন।

কিন্তু ১৮ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ছবিটিতে তার পরিবর্তে অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম ম্যাকিনটায়ারের নাম ঘোষণা করা হয়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।