আমাদের কথা খুঁজে নিন

   

আওরো-রা ০২ (কল্পিত প্রতিশোধ)

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! আওরো-রা ০২ (কল্পিত প্রতিশোধ) জীবনে পরাজিত হয়ে আসতে পার আমার দুয়ারে আসতে পারে ক্ষনিকের তরে অথবা মনের ভুলে আমি যদি না থাকি তোমায় সময় দেবে আমার কবিতা আমার কথাই কইবে আমার লেখা তোমায় কাদাবে সে আমি জানি তবু কষ্ট গুলো লালন করো যেমন আমি লালন করেছি তোমার অবর্তমানে প্রকৃতি অপূর্ব সুন্দরভাবে প্রতিশোধ নেয় প্রতিবাদ করে সুক্ষন নিয়মে তা সইতে হয় নির্বাক মুখে ছলছল চোখে কান্নার চাইতে চোখ ছলছল কষ্টদায়ক কান্নার ধারা যদি চোখ বেয়ে নেমে যায় তবে দুঃখ ফুরিয়ে যায় আর তা যদি চোখেই শুকায় তবেই বুঝবে আমার কষ্ট তুমিহীনা কষ্টে আছি ভাল আছি,সুন্দরীতমা আওরো-রা আমায় কী আর মনে পড়ে না মনে পড়েনা সুন্দরীতমা সুদূরতমা আওরো-রা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।