আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার অপরাধীরা বছরে লুটে নিচ্ছে ১১ হাজার ৪০০ কোটি টাকা!!! অপরাধ বেড়ে চলেছে

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ আমরা প্রায় কম্পিউটার ব্যবহার করি, অনেকে হ্যাকিং এর শিকার হন, মোবাইলে ছড়িয়ে পড়ছে পর্ণো ছবি..বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত ঘটছে সাইবার অপরাধ। আর সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে, এ সাইবার অপরাধীরা প্রতি বছর লুটে নিচ্ছে ১১ হাজার ৪০০ কোটি ডলার! সাইবার অপরাধে কি পরিমান ক্ষতি হচ্ছে এমন ধরনের একটি গবেষনা করে কম্পিউটার সিকিউরিটি জায়ান্ট সিমানটেক। সিমানটেকের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০১০ সালে বিশ্বের ৪৩ কোটি মানুষ সাইবার অপরাধের শিকার হয়েছেন। সাইবার অপরাধে যে পরিমান অর্থের বাজার তৈরি হয়েছে তা বিশ্ব জুড়ে মারিজুয়ানা, কোকেন ও হেরোইন ব্যবসার চেয়েও বেশি। বিষেজ্ঞরা মনে করছেন, কম্পিউটার থেকে সাইবার আক্রমন ছড়িয়ে পড়ছে মোবাইলে। ১৮ থেকে ৩১ বছরের বয়সীরা এর কবলে বেশি পড়ছে। অনলাইন অপরাধ ও বাস্তব অপরাধ তুলনা করে সিমানটেকের গবেষকরা মনে করছেন, সাইবার আক্রমনের শিকার হওয়া লোকের সংখ্যা বছরে ৩ গুন হারে বাড়ছে। বাস্তবে অপরাধের শিকার হওয়ার চেয়ে সাইবার অপরাধে ক্ষতির সংখ্যা বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.