আমাদের কথা খুঁজে নিন

   

ডাইরেক্ট বাস! খালি আপনিই বাসায় যাবেন, আর কারো যাওয়া লাগবে না! মানুষগুলো দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। খালি নিজের কথা না ভেবে, সবার কথা ভাবুন।

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। ব্লগে অনেক চাকুরীজীবি আছেন, অনেক ছাত্র আছেন। তাদের অনেকেই বাসে উঠেন, এই পোস্টটা আপনাদের জন্যই। প্রতিদিন শাহাবাগ রুটে আসার সময় এখন একটা ব্যাপার দেখি। বাসগুলো সব ডাইরেক্ট ডাইরেক্ট বলে চেচায়, আর বেশি ভাড়া নেয়।

কিছু মানুষ প্রায় মারামারি করে উঠে বসে, তারা বেশি ভাড়া দিতে রাজি কিন্তু অন্য কাউকে আর উঠতে দিবে না! আপনি আগে আগে বাসে উঠে বসেছেন, আর কারো বাসায় যাওয়া লাগবে না? এমনিতেই বাসে সংখ্যা কম, তার উপর বাসগুলো বেশি লাভের আশায় ডাইরেক্ট বানিয়ে ফেলছে। বাস চালকেরা তো বেশি ভাড়া চাইবেই, কিন্তু আপনারা কেন এমন করবেন? আপনারা কেন তাদের অন্যায়কে প্রশ্রয় দিবেন? আমরা তো মানুষ, নাকি? আমরা কেন মারামারি করে বাসে উঠব? উঠেছি ভাল কথা, আমার সাথে আমার যে ভাই/বোন এক ঘন্টা দাঁড়িয়ে ছিল, বাসে উঠার সাথে সাথে ডাইরেক্ট বাস, আর যাত্রী তুলবি না টাইপ কথা বলার কি দরকার? তাহলে সেই ভাই/বোন কিভাবে যাবে? আমরা তো ইউরোপ আমেরিকাতে থাকি না। আমাদের দেশের লোক সংখ্যা এমনিতেই বেশি। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। বাসের হেল্পার, ড্রাইভার বেশি ভাড়া নেয়ার জন্য ডাইরেক্ট বানিয়ে ফেলতে পারে, কিন্তু আপনি কেন সেই বেশি ভাড়া মেনে নিবেন, আর তাদের সাথে তাল মিলিয়ে অন্য কাউকে বাসে উঠতে দিবেন না? এই লেখাটা স্টুডেন্টদের জন্য।

নীলক্ষেত ঢাকা কলেজের সামনে থেকে কিছু স্টুডেন্ট উঠে, তারা ভাড়াই দিতে চায় না। এটা কি ধরণের কথা? আপনি স্টুডেন্ট ঠিক আছে আপনাকে কিছু টাকা কম রেখে উঠানো যায় কিন্তু ভাড়া কেন দিবেন না? আপনার টাকা কম? আপনি কি রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে টাকা উড়ান না? আপনার হাতের ঘড়ি, মোবাইলটার দাম কত? অনেক স্টুডেন্ট কেউ বাসা থেকে টাকা দেয়া হয় কিন্তু তবুও তারা এই কাজটা করে থাকে। খুবই লজ্জাজনক ব্যাপারটা। আজকের এই স্টুডেন্টরাই পরবর্তীতে বিভিন্ন অফিস আদালতে যাবে, চাকরি করবে। যাদের নৈতিক জ্ঞান, মূল্যবোধ এত নিম্নমানের তারা কিভাবে দেশের বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে দুর্নীতি মুক্ত রাখবে? কখনই পারবে না।

ধিক আপনাদের। আপনারা স্টুডেন্ট নামের কলঙ্ক। আগে ভাবতাম এই দুর্নীতিবাজ বুড়াগুলা গেলে দেশের দুর্নীতি কমে যাবে। কিন্তু হায়! স্টুডেন্টরাই যখন এমন করে, তখন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? ছাত্ররাজনীতির নামে টেন্ডারবাজি, যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের তাবেদারি, এই সব করার জন্যই কি ছাত্ররাজনীতি টিকে আছে? এই দেশ অনেক গরীব, এই দেশের কিছু নেই, আপনারা আছেন শুধু। আপনারাই এই দেশের ভবিষ্যৎ।

দয়া করে এই কাজগুলো পরিহার করুন। এগুলা আঁতেল টাইপ বা ভাবের কথা, এইসব কথায় নাকি দিন চলে না! কিন্তু আর কতদিন? একবারও কি ইচ্ছা করে না নিজের দেশটাকে নিয়ে ভাবতে? আপনি নিজে ঠিক হন, আপনার আশেপাশের দুইএকজন বন্ধু বান্ধব, আত্মীয়কে ঠিক করেন। দেশ ঠিক হতে বেশি কিছু লাগে না। পারেন বা না পারেন, একটু চেষ্টা করেন অন্তত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.