আমাদের কথা খুঁজে নিন

   

আমি যখন ছোছা বিলাই

প্রতিদিন ঘুমের আগে ও পড়ে আড্ডা খাই এইসব দেশী এবং অতি পরিচিত খাবার গুলো আমার এত ভাল লাগে যে, দেখলে গলায় কলশ ঝুলাইতে হয় জিবের পানি সামলানোর জন্য, আসেন আমার বাড়িতে এইসব খাইতে খাইতে আড্ডা মাইরাযান, আলুভর্তা আলুভর্তা, ডাল আর ভাত আ---------হ্ কিজে মজা লাগে বোঝাতে পারবনা ডাল মশুরের কিংবা মাসকলাই এর ডাল অস্বাধারণ লাগে গরুর মাংশো গরুর মাংশো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, বিশেষ করে ভূনা হলে, আর রূটি দিয়ে মাংশো ভুনা ............... একটু দারান মোখটা মুছে নেই কলিজা ভুনা চিতই পিঠা মাংশো দিয়ে চিতই পিঠা আমার সবচেয়ে বেশি প্রিয় খাবার, মাঝে মাঝে আম্মার কাছে আবদার করি, আম্মাও না করেনা, আমার আম্মুটা কত লক্ষি তাইনা? মিষ্টি জর্দা কোন অনুষ্ঠানে অন্যখাবারের তুলনায় এই জিনিষটা আমি বেশি খাই, আইস ক্রীম এই জিষটার কথা আর কি বলব, কত শর্দি লাগাইছি খাইতে খাই .................... হিসাব নাই আচার চুড়ি করে আচার খেতে মনে হয় বেশি মজা তাইনা? সবাই ভাল থাকেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।