আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার আক্রমণে অভিযুক্ত উত্তর কোরিয়া

কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ায় হয়ে যাওয়া সাইবার আক্রমণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে দক্ষিণ কোরিয়ার বেশকিছু সংবাদমাধ্যম এবং সরকারি ওয়েবসাইটে ওই সাইবার আক্রমণ চালানো  হয়।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ওয়েবসাইটও ওই সাইবার আক্রমণের শিকার হয়। দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের সময় সাইবার আক্রমণের শিকার বেশকিছু ওয়েবসাইটে উত্তর কোরিয়ার ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস এবং ক্ষতিকর কোড পাওয়া গেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ইন্টারনেট অ্যাড্রেস অ্যাকসেস লগ পর্যবেক্ষণ করে এবং আক্রান্ত সার্ভার, কম্পিউটার ও ওয়েবসাইটে ৮২টি ক্ষতিকর কোড পেয়ে তারা নিশ্চিত হয়েছেন, সাইবার আক্রমণটির জন্য উত্তর কোরিয়াই দায়ী।
এর আগে দক্ষিণ কোরিয়া ২০০৯ সালে উত্তর কোরিয়াকে অনুরূপ অভিযোগে অভিযুক্ত করে। তারা আরও জানিয়েছেন, জুনের ২৫ তারিখের মোট ৬৯টি সরকারি এবং প্রাইভেট কোম্পানির ওয়েবসাইট এবং সার্ভারে আক্রমণ করা হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার এ অভিযোগের বিষয়ে উত্তর কোরিয়া সরকার এখনও কোনো মন্তব্য করেনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.