আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে সোনা, প্লাটিনাম এসেছে উল্কাবৃষ্টি থেকে.....

মন ভাল নেই... সম্প্রতি পৃথিবীর মূল্যবান ধাতু সোনা এবং প্লাটিনামের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা জানতে পেরেছেন যুক্তরাজ্যের গবেষকরা। গবেষকদের মতে, পৃথিবীতে সোনা এবং প্লাটিনাম এমনিতেই আসেনি বরং এটি চারশো কোটি বছর দীর্ঘমেয়াদী উল্কাবৃষ্টির ফল। সে সময় পৃথিবীতে যে পরিমাণ সোন আর প্লাটিনাম পড়েছিলো, তাতে পৃথিবীপৃষ্ঠে ৪ মিটার পুরু সোনা এবং প্লাটিনামের স্তর তৈরি সম্ভব। খবর ডেইলি মেইল-এর। গবেষকদের মতে, পৃথিবীর সব সোনা এবং প্লাটিনাম মহাশুন্য থেকে এসেছে।

বিশাল উল্কাবৃষ্টির হয়েছিলো চারশো কোটি বছর আগে। সে সংঘর্ষেই পৃথিবীর কেন্দ্রের পৃষ্ঠভাগে ৪ মিটার পুরু সোনা আর প্লাটিনামের স্তর তৈরির মতো বিশাল পরিমাণ ধাতু এসেছে পৃথিবীতে। ইউনিভার্সিটি অফ ব্রিস্টল-এর ভূতাত্ত্বিকেরা পৃথিবীতে সোনা এবং প্লাটিনামের উৎস বিষয়ে নতুন এ তথ্য দিয়েছেন। এ তত্বের ব্যাখ্যায় আরো বলা হয়েছে, পৃথিবী গঠনের সময় গলিত লাভার ভেতর উল্কাগুলো ডুবে যাবার ফলেই পৃথিবীর কেন্দ্রে মূল্যবান ধাতুগুলোর সৃষ্টি হয়েছে। ২০ কোটি বছর ধরে এ উল্কাবৃষ্টি হয়েছে বলেই জানিয়েছেন গবেষকরা।

গ্রিনল্যান্ডে সম্প্রতি খুঁজে পাওয়া আদ্যিকালের এক পাথর গবেষণা করেই এ তথ্য পেয়েছেন গবেষকরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।