আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তা চুক্তি: গওহর রিজভীদের নতুন পরিকল্পনা!!!

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তরুণ সংবাদ বিশ্লেষকদের মধ্যে মিজানুর রহমান খান সুপরিচিত। তার যুক্তি-তর্ক এবং ভাষা জ্ঞান যথেষ্ঠ চিত্তাকর্ষক। তাই তাঁর লেখা পেলে গুরুত্ব দিয়েই পড়ি। আজো পড়েছি। আর সেটা পড়েই তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে মমতার নির্মমতা, শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত এবং সর্বোপরি ভারত-বাংলাদেশ সম্মর্কের অসাড় গভীতার বিষয়ে ধারণাটা আরো একটু পরিষ্কার হয়েছে। তবে আজকের প্রথমআলোকে দেয়া গওহর রিজভীর সাক্ষাৎকার পড়ে নতুন করে সন্দেহের ভেড়াজালেও আটকে যাচ্ছি। তিস্তা চুক্তি স্বাক্ষর করতে না পারাটাকে অন্যরা তার ব্যর্থতা হিসেবে দেখলেও রিজভী এটা মানতে নারাজ। তিনি তিস্তার পানি চুক্তি নিয়ে পুরোপুরি আশাবাদী হয়ে বলেছেন যে, চুক্তি হলে তিস্তার ঠিক কত শতাংশ পানি বাংলাদেশ পাচ্ছে তা তিনি এখনি বলতে চান না। তাহলে কি আমরা ধরে নিব যে, এবার বাংলাদেশ ৪৮ % এবং ভারত ৫২ % পানি পাওয়ার নিশ্চয়তা নিয়ে যে তিস্তা চুক্তিটা আটকে গেল, গওহর বিজভী সাহেবরা নিজেদের ব্যর্থতা ঢাকতে (দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও) নিজেদের হিস্যায় ছাড় দিয়েই নতুন চুক্তির রূপরেখা তৈরি করতে যাচ্ছেন?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।