আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে মনোচিকিৎসা

মন্তব্য নিষ্প্রয়োজন বাংলাদেশের মনোচিকিৎসকদের আক্কেল দেখুন। গেলাম একটু পরামর্শ করতে, আর একগাদা ঔষধ ধরিয়ে বিদায় দিলেন। তার তারাহুড়াও দেখার মত। আধা ঘন্টার ভিতরে এক গাদা রোগী, তাও আবার মানসিক। তাদেরকে দেখার জন্য অন্তত মিনিমাম ১০ থেকে পনের মিনিট সময় দেওয়া উচিৎ ছিল।

কিন্তু তিনি ছিলেন কিসের যেন তাড়াহুড়ায় আর তাড়া হুড়ায় করা কাজ কী ভাল হয় আপনারাই বলুন। কয়েকদিন আগেও এব্যাপারে একজন লিখেছিলেন। তখন আমি মন্তব্য করেছিলাম যে বাংলাদেশে মানসিক রোগের সঠিক চিকিৎসা সম্ভব নয়। আরেকজন বিরোধীতা করেছিলেন। এখন দেখা যাচ্ছে আমার কথাই ঠিক।

যদি মানসিক রোগীদের সঠিক কাউন্সেলিং সহ চিকিৎসা না করা হয়, তা হলে দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়বে বই কমবে না। আর মানসিক রোগীর সংখ্যা কিন্তু অগণিত। সবারই কিছু না কিছু মানসিক সমস্যা রয়েছে। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পাওয়ায় সেটি প্রকট আকার ধারণ করতে পারে। তাই বাংলাদেশের মানসিক রোগের সুচিকিৎসা হোক, এটাই আমার চাওয়া।

আর মনে হচ্ছে মানসিক রোগের সঠিক চিকিৎসার জন্য কাউন্সেলিং ছাড়া উপায় নেই। আর বাংলাদেশের মনোচিকিৎসকদের চিকিৎসা করার উপায় দেখুন। তারা বলে তাড়াহুড়া করবেন না, আবার নিজেরাই তারাহুড়া করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.