আমাদের কথা খুঁজে নিন

   

ভুল অবসানের অপেক্ষায় আদি পিতা এডাম

তোমার দেয়া ভুল সব ফুল হয়ে ফুটে উঠে অবেলায় ঊষর প্রান্তরে করে যায় নিত্য কবিতার চাষাবাদ বিবর্ণ লোকালয়ে অন্ধ আদিম কবির বসবাস। এখনো রাত শেষে ভোর হয় নিশাচর পাখিরা বিলীন হয় প্রকৃতির আলোয় সজীবতা গ্রাস করে ভালবাসা ফুরোয় একদিন ফেঞ্চ মিরেজ হয়ে অশ্রু হয়ে নেমে আসে হৃদয়ের প্রকোষ্ঠে জমে থাকা কান্না । এভাবে স্মৃতির জানালা ক্ষয়ে ক্ষয়ে একদিন অতীত হয় অত:পর অফুরন্ত অন্ধকারে হাতড়ে বেড়ানো নীল দীর্ঘশ্বাস কবির হতাশায় বন্ধ হয় কবিতার খাতা অবসন্ন প্রহর, ব্যথাতুর ভাবনা আর মলিন সময়। বেলা শেষে শুধুই হাহাকার অযাচিত প্রহরে কান্ত শরীর হয়না শেষ দু:সহ স্মৃতি এভাবে তুমি আমি দুজনে ছুটে চলি অবনত ইতিহাস তাড়া করে ফেরা আশার চোরাবালি মিলিয়ে যায় মানব সমুদ্রে। আশ্বিনের শেষ প্রহরে চুপি চুপি এসে কেউ বলে যায় গ্রীক পুরাণ তবুও টলেনা মানব-মানবীর চিরাচরিত অভিমানের অক্ষত দেয়াল ভুলের অবসানের মধ্য দিয়ে একটি নতুন উপন্যাসের জন্ম হবে বলে সেই কবে থেকে অপেক্ষার প্রহর গোনে আদি পিতা এডাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।