আমাদের কথা খুঁজে নিন

   

রপ্তানিতে নগদ সহায়তা পেতে নিরীক্ষা লাগবে

বাংলাদেশ ব্যাংক বুধবার ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।
এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য বছরের মত চলতি অর্থবছরে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির জন্য মনোনীত রপ্তানির ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্মের মাধ্যমে করানো যাবে।
এছাড়া অডিট কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত ফার্মও নিয়োগ করা যাবে। তবে সেক্ষেত্রে অতিরিক্ত ফার্ম নিয়োগের যৌক্তিকতা ও প্রয়োজনীয় অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের আবেদন করতে হবে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরে অন্যান্য ১৪টি প্রযোজ্য খাতসহ রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকি পাওয়া যাবে।
চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রপ্তানির জন্য জাহাজীকৃত পণ্যের মূল্যের ওপর বিভিন্ন হারে এসব খাত নগদ সহায়তা দেয়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।