আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

এক বাঙ্গালী আরেক বাঙ্গালীরে, বাঙ্গালী বলে গালি দেয়। আমার কথা নিশ্চই বুঝতে অসুবিধা খাইতেসেন? হা হা হা স্বাভাবিক ব্যাপার, আপনিও তো বাঙ্গালী, বাঙ্গালী জাতি আবার একটু টিউব্লাইট জাতের, দেরিতে জ্বলে আরকি। খেক খেক। যাই হোক আমিও আবার টিউব্লাইট এর মত টাইম বেশি লাগাইতেসি আসল কথা কইতে। একটা জোকস দিয়া শুরু করি।

রহমত চাচা একবার রাস্তা দিয়া হাইটা যাইতেসে, হঠাৎ দেখে যে রাস্তার মাঝে পুলাপান ভির কইরা কি জানি দেখতেসে, তো উনিও ওই ভিরের ভিত্রে ঢুইকা, এক ঘন্টা পর বের হইল, বের হয়া আমার লগে দেখা হইসে আর কয় যে বুঝলা বাবা, বাঙ্গালী পুলাপানের কুনো কাম কাজ নাই, খারায়া খারায়া ঘন্টার পর ঘন্টা তেল মালিশ ওষুধ বেচা দেখতাসে, বাঙ্গালী গাধা কোথাকার। এইবার হয়তবা আমার কথার মানে বুইঝা ফালাইসেন আপ্নারা? এখনো যারা বুঝেন নাই তারা বারিত যান আমার লিখা পড়ার পর নিজেকে রহমত চাচা মনে হইতেই পারে, কারন যারা আবার একটু হার্ডকোর প্রেমিক/প্রেমিকা তারা লিখাটা পড়া শেষ হইলে ভাবতে পারেন "শালা আল বাল লেইখা থুইসে, টাইম টাই লোস খাইলাম" হেহেহে তাদের কেও বাড়িত যাওয়ার অনুরোধ করলাম। যাই হোক আসল কাহিনি তে আসি, ঈদ এর ৪র্থ দিন রাইতে এক জানের দুস্ত রে কল দিলাম একটা ইম্পরট্যান্ট কামে। আমি- হ্যালো দুস্ত কি কর? দুস্ত- হুম, রেডি হইতাসি আমি-খাইসে কই যাস? দুস্ত-আরে ব্যাটা যাই না, সাড়ে ১১ টায় নাটক আসে হার্ডকোর প্রেমের নাটক, অইটা দেখার লিগা রেডি হইতেসি আমি- হায় আল্লাহ, তুই নাটক ও দেখস?? (এই কথা বলার মানে হইল তার কিছু মাস আগেই একদিন আমারে এই দুস্ত কইসে নাটক ফাটক নাকি শুধুই মেয়ে মাইনসের জিনিশ, এই কারনেই হাল্কা অবাকিত হইলাম) দুস্ত-নারে ব্যাটা এইটা দেখা লাগবো, হেব্বি জিনিশ বানাইসে শুনলাম আমি- ও ঠিকাসে নাটক দেখ পরে কথা কমু নে। দুস্ত- হুম, তুই ও দেখ ভালো লাগতে পারে আমি- আচ্ছা ঠিকাসে, রাখি বাই।

ফোন রাইখা ঘুম দিলাম , কারন ওই মুহূর্তে এইসব দেখার মত এনারজি বা ইচ্ছা কুনোটাই আসিলো না। পরের দিন সকালে ঘুম ভাংলো, বান্ধবির ফোন এ। বান্ধবি-এই কাল রাতে নাটক কেমন লাগসে? আমি-(ঘুম ঘুম ভাব নিয়া) কিসের নাটক জান? বান্ধবি- কি? তুমি ভালবাসি তাই, ভালবেসে যাই নাটক দেখো নাই?? আমি-(বুঝলাম সে ওই নাটকের কথা বলতেসে, যেটা আমার দুস্ত আমারে কইসিলো) , না আমি দেখি নাই , ঘুম পাইসিলো অনেক। বান্ধবি-তোমার ভিতরে যদি এক ফোটাও রস কস থাকতো? (যাই হোক এই সেই , কাব জাব , বহুত পেচাল পারলো সে) ফ্রেশ হইয়া ফেইসবুক এ ঢুকতেই আমি এই কি হাল, সবার এক্টাই স্ট্যাটাস, ভালোবাসি তাই , ভালোবেসে যাই । বুঝতে আর বাকি থাকল না যে, নাটক ব্লকবাস্টার হিট খাইসে।

নাটক টা না দেইখা মিস করলাম। একটু পর ই আমি সেই নাটক এর ডাউনলোড লিঙ্ক পাইয়া গেলাম। ডাউনলোড দিয়া ভাবতে থাকলাম, কি আসে রে ভাই এই নাটক এ। তার উপর আবার ১৫হাজার + মেম্বার তাদের ওই নাটকের গ্রুপ এ। সবার ওয়াল পুশট এ খালি ভালবাসার কতা বার্তা ডাউনলোড কমপ্লিট হইলো, আমি অনেক আগ্রহ নিয়া নাটক টা দেখলাম।

পুরা নাটক দেইখা আমি ইয়া খুদা এইটা কি দেখলাম । শুরুতে পুরাটা ধরতে না পারলেও লাস্ট এর বাইক এক্সিডেন্ট টা আমাই একবারেই হাতে নাতে ধরলাম, যেটা কিনা একটা ছোট রোমান্টিক গল্প থেকে মেরে দিসে। ওই গল্পের আবিস্কারক কে আমি জানি না, বাট অনেক বার ইউটিউব এ আর এফ বি তে দেখসি। লিঙ্ক টা দিয়া দিলাম নিজ দায়িত্তে দেইখা নিয়েন। লাভ স্টোর এই গল্প নিয়াও আমার কিছু প্রশ্ন আসে, কারন বাইক এর ব্রেক ফেইল হইলে, স্টারট বন্ধ কইরা স্পিড কমানো যাইত, যাই হোক আমি ওই ব্যাপারে যাবো না।

কথা হইল হুবুহু কপি পেস্ট দেইখা আমার কেমুন জানি সন্দেহ হইল যে পুরা নাটক টাই মনে হয় বিভিন্ন জায়গা থেকে কপিড... কিসুক্ষন পর এফ বি তে ঢুইকা আমি আরও শিউর হইলাম একটা লাইক পেইজ এর স্ট্যাটাস দেইখা, স্ট্যাটাস টা ছিলো এমন- "তুমি অধম , তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ? তিশা এবং ইরেশের ঘটনাটা ১৯৯৮ সালে প্রকাশিত Tom Hanks ও Meg Ryan অভিনীত You've Got Mail movie থেকে হুবহু copy করা এমনকি প্রতিটা e -mail . আমরা অনেকই english movie দেখি না বলে copy করা "ভালবাসি তাই ভালবেসে যাই" নাটককে মনে করছি "মৌলিক শিল্প", বাস্তবে না নয় . বেশিরভাগ ইন্ডিয়ান movie Hollywood এর copy past মাত্র . এই নাটকটি ও তার বেতিক্রম নয় ." তুমি অধম , তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ? এই গ্রুপ টি কে অশেষ ধইন্নাবাদ। কারন কপি করসে ঠিক ই বাট একটু আপডেটেড স্টাইলে আরকি নাটক টা আবার পুরাটা দেখলাম, জয়ার কাহিনী টার ব্যাপারে আমি শিউর না তবে, আমার ধারণা এইটাও একটা চাইনিস মুভি থেকে আপডেট করে কপি করা, সম্ভবত Memoirs of a Geisha(২০০৫) এই সিনেমাটা আমি শিউর না, কেউ পারলে আমাকে জানাবেন প্রিজারভেটিব আলা নাটক দেখে আর সহ্য করতে পারলাম না, তাই এই নাটকের ফেন পেইজ এ লিখলাম , নাটক টা ভুয়া লাগসে, পুরাটাই বিভিন্ন স্থান থেকে কপি করা। ৫মিনিট এর মধ্যেই আমারে ছিলা শুরু করল হাড়ডকোর লাভার লুকজন রা, এক মেয়ে আমাকে বল্লো, ভাল না লাগ্লে লাইকাইসেন কেন? যান এখান থেকে ভাগেন। আমি তো আমি রিপ্লাই দিলাম, ভালো না লাগ্লে খারাপ লাগসেই তো বলব, আজিব আমি আমার মত প্রকাশ করতে পারব না? একটু পর আরেক হার্ডকোর (সুতা ব্যাবসায়ি সম্ভবত) নায়ক আমারে রিপ্লাই দিয়া বলল, এরকম একটা কপি কইরা নাটক বানায়া দেখান, লাল সুতা বের হয়ে যাবে আমি তো আবার যাই হোক আমি আর তর্কে গেলাম না, কারন আমার মতে, তর্ক শুধু ২ জন ব্যাক্তি ই করতে পারে, ১। পাগল, ২।

বুদ্ধিমান । আমি এই ২ এর মাঝে পরি, তাই আর কথা না বারায়া জলদি গ্রুপ ত্যাগ করলাম। যাই হোক লাল শুতা আলা ভাই, আমিও একজন ফটোগ্রাফার(হয়ত খুব একটা জাতের না) আমিও হাল্কা পাতলা জানি কেম্নে নাটক সিনেমা বানায়, তাই বলি চুরি কইরা নাটক আমি বানামু না , আমার বাপ মা আমারে চুরি করা শিখায় নাই (শালা গাধার বাচ্চা) । নাটক বানাইলে নিজেই কাহিনি লিক্ষা নিজেই বানামু। এবার আসি আপামনির কমেন্ট এর ব্যাপারে, আপা আপনাকে বলতেসি,(সব মেয়েদের কেই আমি সমান ভাবে সম্মান করি) দেশ এখন স্বাধীন, আমি এই দেশের নাগরিক, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা আমারও আসে।

খুব তো দেখি আপ্নারা, বাক স্বাধিনতা, পোশাক স্বাধিনতা নিয়া ফালাফালি করেন? আর একটা ভুয়া , চুরাই নাটক রে খারাপ কইলেই আমারে ভাগায় দিবেন তাই না? ২০০% গ্যারান্টি দিয়া বলতে পারি আপনি শাকিব খান এর হেইট ক্লাব এর মেম্বার, কেননা ওর সিনামাও সব হিন্দি সিনেমা থেকে নকল, শাকিব খান এর সিনেমা নকল হইলে সেটা দোশ? আর সিহাব শাহিন করলে লিলাখেলা? প্রেম? ভালোবাসা? আর কিছু কইলাম না। যাই হোক অনেক কথাই কইলাম এতক্ষন। এইবার আসি নাটকটির ওভারঅল রিভিউ তে। নাটকের সিনেমাটগ্রাফি আহামরি কিছুই না, তবে খারাপ ও না। ভালো।

অভিনয় এর দিক দিয়া শুভ রে মুন চাইসে কানের তলে থাবড়া লাগাইতে। শুভ ভাই চেহারা ভালো হইসেই নিজেকে ইম্রান খান ভাবা ঠিক না। পুরা নাটক এ উনি ইমরান খান কে আগা গোড়া নকল করসেন। গাধা কোথাকার। ইরেশ আর তিশা এর অভিনয় খুবি ভালো।

দে হেভ আ ক্লাস। জয়া মারভেলাস সব বার এর মতই। আর বাকিরা নট ব্যাড। সিহাব শাহিন এর উদ্দ্যেশে বলব, ভাই আর কতদিন? এর আগের টাও পুরা সিনেমা কপি করসেন, আর এইবারের টায় খন্ড খন্ড কপি করসেন, কি ভাবসেন বাঙ্গালী রা বিদেশি মাল খায় না? কেউ বুঝবো না? ভাই নিজে একটা কাহিনি বানায়া দেখান, দেখেন কত ভালোলাগে। আর হার্ডকোর প্রেমিক/প্রেমিকারা আপনাদের কে বলি, এত মাতামাতি কইরা কুনো লাভ নাই, পুরাটাই আপনাদের কে মদ বইলা কোক খাওয়ায় দিসে।

আর ভালো লাগতেসে না লিখতে হুদাই একটা ভুয়া জিনিশ নিয়া নিজের ২ ঘন্টা সময় নষ্ট করলাম বাঙ্গালী বলেই কথা, পিউর বাঙালি তো তাই আরকি। , খুদা লাগসে তাই, খেতে চলে যাই, টাটা বাই বাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.