আমাদের কথা খুঁজে নিন

   

ড. গওহর রিজভী ও মশিউর সম্পর্কে আমরা ভুল করছি, আমাদের ভুলের অবসান হওয়া দরকার..

জানিনা একটা পোষ্টে মন্তব্য করতে গিয়ে লিখা হয়ে গেল। আশা করি আমাকে ভুল বুঝবেন না। ড. গওহর রিজভী, তার সম্পর্কে আজ ব্লগ ও বিভিন্ন সংবাদপত্রে অনেকগুলো আর্টক্যাল পড়লাম। আমি তার তো তেমন দোষ দেখছি না, সবাই কেন তাকে দুষারূপ করছে তাও বুঝতে পারছি না। উনি বর্তমান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা যাকে প্রধানমন্ত্রী স্বজ্ঞানে, বুঝে শুনে এবং তার বিশেষ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী এই বিশেষ উপদেষ্টাকে দিয়ে বিশেষ কাজগুলো করাবেন বলেই বাহির থেকে বিশেষ সুবিধা দিয়ে দেশে এনেছেন। এত এত দলীয় সংসদ সদস্য, অনুগত মন্ত্রী বাহিনী ও বিশ্বস্ত আওয়ামী সিনিয়র নেতাদের উপেক্ষা করে একজন অনির্বাচিত ও বিদেশী পাসপোর্টধারী ব্যক্তিকে প্রধানমন্ত্রী এই কাজে ইনভলব করেছেন জেনে শুনেই। আপনাদের কি ধারনা প্রধানমন্ত্রীর গ্রীন সিগন্যাল ছাড়া কিছু হচ্ছে? আমার তো মনে হয় এত নাটক, মান-অভিমান, কেউ আসলনা, দর কষাকষি, তিস্তা চুক্তি হবে কি না এই সবই পূর্ব পরিকল্পিত। গওহর রিজভী ও মশিউর-রা তো প্রধানমন্ত্রীর আদেশ পালন করে যাচ্ছেন মাত্র। প্রধানমন্ত্রী সংসদ সদস্য ও বিশ্বস্ত মন্ত্রীদের এরকম হাই প্রোফাইল এ্যাসাইমেন্ট পারফ্যাক্টলী পালনের ব্যাপারে আস্থা রাখতে পারছিলেন না।

আর এজন্যই প্রয়োজন হলো গওহর রিজভীর মত বিশ্বস্ত হাই-প্রোফাইল দালাল। এবার আপনারাই চিন্তা করুন দোষ কার, যে আদেশ পালন করলো তার নাকি যে আদেশ দিলো তার? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।