আমাদের কথা খুঁজে নিন

   

"তিস্তার পানি বন্টন চুক্তি"..........."তিন বিঘা করিডোর" নাটকের দ্বিতীয় পর্ব

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... নাটকের প্রথম পর্ব "তিন বিঘা করিডোর" নাটকের প্রথম পর্বটা শুরু হয়েছিল ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তির মাধ্যমে এবং এতে ভারতীয় কলাকূশলীরা চমংকার নৈপূন্য দেখিয়ে অত্যন্ত সফলতার সাথে আমাদের "বেরুবাড়ী" নিয়ে নিয়েছেন। এই পর্বের বাংলাদেশী কলাকূশলীরা দীর্ঘ সাইত্রিশ বছরে কোন পারফরমেন্‌স দেখাতে না পারায় নাটকের প্রথম পর্ব পরিত্যাক্ত ঘোষনা করে প্রধানমন্ত্রির উপদেষ্টা জনাব গওহর রিজভী জানিয়েছেন তিন বিঘা করিডোর দিয়ে ২৪ঘন্টা চলাচলের জন্য নতুন চুক্তি হবে। নাটকের দিত্বীয় পর্ব "তিস্তার পানি বন্টন চুক্তি" নাটকের ২য় পর্বের শুরুতেই বড় চমক, প্রধান চরিত্রের অভিনেত্রী নায়িকা শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় নাটকের স্ক্রিপ্ট মনঃপুত না হওয়ায় সাফ জানিয়ে দিয়ছেন তিনি এ নটকে অভিনয় করবেন না। পাঠক আমার কেন জানি মনে হচ্ছে "তিস্তার পানি বন্টন চুক্তি" নাটকও শেষ পর্যন্ত মন্চষ্থ (শুরু) হবে ,দুই বাংলার এত কলাকূশলী এত উংসাহ ,এ নাটক শুরু না হয়েই পারেনা। যথাসময়ে নাটক শুরু হবে,দাদাবাবুরা আবারও চমংকার নৈপূন্য দেখিয়ে তিস্তার পানি বন্টন চুক্তির সাথে নতুন শর্ত যোগ করে কিছু বাড়তি সুবিধা আদায় করে নিয়ে যাবেন। প্রথম পর্বের মত ২য় পর্বও শেষ হবেনা আমাদের কলাকূশলীদের পারফরমেন্‌সের অভাবে এবং একসময় তা পরিত্যাক্ত ঘোষিত হবে। আমরা এই নাটকের শেষ দেখতে চাই।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.