আমাদের কথা খুঁজে নিন

   

৫ নভেম্বর কি ফেসবুকের শেষ দিন!

ইন্টারনেটে হ্যাকারদের একটি দল ‘অ্যানোনিমাস’। রাজনৈতিকভাবে প্রভাবিত ওয়েবসাইট হ্যাক করে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে এই দল। উইকিলিক্সের প্রকাশ্য সমর্থকও তারা। এবার এই হ্যাকার গোষ্ঠীর ঘোষণা, হত্যা করা হবে ফেসবুককে। সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস।

হ্যাকারদের কুখ্যাত এই গ্রুপটি বলেছে, চলতি বছরের ৫ নভেম্বরই ফেসবুক অচল করে দেয়া হবে। খবর সিনেট-এর। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘অ্যানোনিমাস হ্যাকার গ্রুুপ হুমকিতে বলেছে, ফেসবুক যত বাড় বাড়বে ততই ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ’ চলতি বছরের ১৫ মার্চ ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজব রটেছিল। তবে সেটি কেবল গুজবই ছিল।

এবারই প্রথমবারের মতো ফেসবুক বন্ধ করে দেয়ার হুমকি পেলেন মার্ক জুকারবার্গ। জানা গেছে, ৫ নভেম্বর তারিখটি বেছে নেয়া হয়েছে যুক্তরাজ্যের মুভি ‘ভি ফর ভ্যানডেট্টা’-এর প্রধান চরিত্র গাই ফক্সসের পরিকল্পনা সফল করার দিনটি থেকে। অ্যানোনিমাসের পক্ষ থেকে সব ফেসবুক ব্যবহারকারীর কাছেই সমর্থন চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে গ্রুপটির ভাষ্য, ‘ব্যক্তিগত নিরাপত্তার জন্যই ফেসবুক অচল করে দেয়া উচিত। ’ অ্যানোনিমাস বলেছে, ‘ফেসবুক কর্তৃপক্ষ তথ্য বিক্রি করছে এবং সবার ওপর গোয়েন্দাগিরি করছে।

যেমনটা মিসর এবং সিরিয়ায় করা হয়েছে তেমনটি তারা সব ক্ষেত্রেই করতে চায়। ’ উল্লেখ্য, অ্যানোনিমাস হ্যাকার গ্রুপটি এই মধ্যে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ, নিউজ কর্পোরেশনের মতো নামি-দামি প্রতিষ্ঠানকে নাকানি-চুবানি খাইয়েছে। হ্যাকার গ্রুপটি বলেছে, নভেম্বরের ৫ তারিখের পর ফেসবুক ধসে যাবে। আর ফেসবুকে পোস্ট করার মতো কোনো অবস্থা থাকবে না। এদিকে, অ্যনোনিমাসের হুমকি সত্ত্বেও ফেসবুক কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেই রয়েছে।

এটা যুদ্ধ শুরুর আগের মুহূর্ত বলেই সংবাদ মাধ্যমটি জানিয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।