আমাদের কথা খুঁজে নিন

   

মমতার চালঃ ভারতের negotiation strategy

বিবেকিন্দ্রিয়-লোচন Negotiation strategy তে একটা অংশই থাকে প্রতিনিধিদের মধ্যে কিছু অপর পক্ষের আপত্তিগুলোকে প্রাধান্য দিবে আর নিজেদেরই কিছু প্রতিনিধি তার বিরোধিতা করবে। এতে অপর পক্ষ হতে নিজেদের অংশ আদায় সহজ হয়। অপরপক্ষ যখন অন্য হিসাব নিকাশে ব্যস্ত থাকে তখন ঠিকই নিজেরা তার চাহিদা মাফিক নিজেদের অংশ আদায় করে নিতে পারে। দুইটা দিক হতে পারেঃ ১. তিস্তা চুক্তি 'হবে না' বলে ভারত আপনার ভিতরে 'কম হোক বেশী হোক, তিস্তা চুক্তি হোক'-এই ধরনের মনোবৃত্তি তৈরী করে দিচ্ছে। কারন ভারত ভাল করেই জানে তিস্তা চুক্তি মূলত তাদেরই আখের গোছাবে। 'হবেনা' বলে বাংলাদেশীদের ভিতরে চুক্তির সপক্ষে এক ধরনের 'মানষিক প্রেষণা' তৈরী করছে যাতে আপনি 'অল্পতেই' সন্তুষ্ট থাকেন। ২. যদি 'সত্যি সত্যি' সৎ উদ্দেশ্য (মমতার নিজ দেশের পক্ষে) থেকে মমতা এ কথা বলে থাকেন, তবে মনে রাখেন তিস্তা চুক্তি হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।