আমাদের কথা খুঁজে নিন

   

বের হল প্রথম আলোর নতুন সহযোগী প্রকাশনা "দৈনিক আদিবাসী আলো"

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার। লতি-মতি-মাহফুজ এর যৌথ প্রযোজনায় সম্পুর্ন বৈদেশিক অর্থায়নে বাজারে এসেছে "দৈনিক আদিবাসী আলো"। অত্যান্ত প্রভাবশালী এই পত্রিকা বাংলাদেশের সংবিধানের আওতামুক্ত। তাই তারা বাংলাদেশের সংবিধানকে বারংবার বৃদ্ধাংগুলি দেখালেও কারো কিছু করার নেই। তাইতো বিচারপতি শামসুদ্দিন আর গোবিন্দ হালদার এর মত দুদুর্ষ লোককেও এরা ফাকি দিচ্ছে। তারা বাংলাদেশের সংবিধান লংগন করে উপজাতীয়দের প্রতিনিয়ত আদিবাসী বলার পরেও তাই শামসুদ্দিন আর গোবিন্দ হালদার রুল জারি করতে পারছেন না। আজকে প্রথম আলো জুড়েই ছিল আদিবাসী। মনে হচ্ছে যেন বাংলাদেশের এক্মাত্রি পাহারেই ধান চাষ হয়েছে। একদিনে পাহাড়ে ধান চাষ নিয়ে প্রথম আলোর মত কমার্শিয়াল পত্রিকায় দু দুটি বিশাল ছবি সাথে বিশাল প্রতিবেধন সত্যি অবাক করার মত। সুত্র- View this link মুল লেখা- View this link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।