আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তার পানি এবং বিদ্যুৎ বিনিময় চুক্তি হচ্ছে না ভারতের সাথে

মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে মনমোহন সিংয়ের সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। একই ভাবে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভারতের সঙ্গে বিদ্যুৎ বিনিময় চুক্তি। তবে কি ফেনি নদীর পানি চুক্তি হবে? আর যদি কিছুই না হয় তবে তিনি কেন আসছেন? অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে হার মানলেন ভারতের প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। মমতার বাঁধার মূখে তিস্তার পানি বণ্টণ চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের পানি সম্পদ সচিব। ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই সোমবার সাংবাদিকদের বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে যে কোনো চুক্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমর্থন নিয়েই হতে হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এরই মধ্যে তিস্তা চুক্তির খসড়া নিয়ে আপত্তি তুলে মনমোহনের সঙ্গে ঢাকা সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে খুটিনাটি সমস্যার সমাধান না হওয়ায় ভারতের সঙ্গে বিদ্যুৎ বিনিময় চুক্তি পিছিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। চুক্তির আগে আইনগত ও আর্থিক দিকগুলো আরো যাচাই-বাছাই করে দেখতে চায় তারা। জানা যায়, সিদ্ধন্ত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফরেই দুই দেশের বিদ্যুৎ বিনিময় চুক্তি সম্পন্ন হবে। এ লক্ষ্যে শেষ দুই মাস ব্যাপক তোরজোড় চালায় বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

কিন্তু শেষ পর্যন্ত আমদানির আইনগত দিক, চুক্তির ভবিষ্যৎ ও দরদাম চূড়ান্ত না হওয়ায় তা আর হচ্ছে না। সরকারের এই সিদ্ধন্তকে স্বাগতম জানাই। কারণ ভারত পানি নিয়ে যা করলো তা কোন ভাবেই কাম্য নয়। এখন ভারত দেখুক তারা একাই সব পারে না, বাংলাদেশও পারে। একই ভাবে চিটাগাং ও মংলা বন্ধর নিয়েও সরকারের আলোচনা করা উচিত হবে না।

আর ট্রানজিট তো দুরের কথা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.