আমাদের কথা খুঁজে নিন

   

জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার জন্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব হারালেন সাকিব, সাথে তামিমও। তবে নতুন কেউ ঠিক হয়নি।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই....... জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার জন্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস সোমবার বিকালে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, "জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার জন্য দলের ম্যানেজার ও নির্বাচকদের প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।" তবে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। আমি বুঝলাম না শুধু সাকিব, তামিম কেন শাস্তির মুখোমুখি হবে? অন্যরা কি আহামরি খেলা দেখাইছে? তাদের কেন শাস্তি দিল না বোর্ড? কায়েস পুরো সিরিজেতো একেবারে বাজে খেলা খেললো তাকেতো কোন শাস্তি দিল না। হিসেব করে দেখলে সাকিব অন্যদের থেকে অনেক ভালো খেলছে। তাহল বোর্ড কি আবার আশরাফুলকে অধিনায়কত্ব দিতে চায়? বুঝলাম না তাদের রাজনীতি........ খবর : বিডি নিউজ  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।