আমাদের কথা খুঁজে নিন

   

আরও কিছু বৃক্ষ

আরও কিছু বৃক্ষ নতজানু হয়ে দেখুক- তাদের শিকড়েই পোতা আছে শহীদ মুক্তিযোদ্ধার খুলি । আরও কিছু চাঁদ অবনত হয়ে নেমে আসুক মাটিতে। এবং দেখুক তার চাইতে কোনো অংশেই কম উজ্জ্বল নয়, বীরাঙ্গনা প্রিয়ভাষিনীর হাসি। আরও দেখুক এই প্রতিবেশী নদী- যার বক্ষে একদিন ভেসেছিল লাখো শিশু- তরুণ- বৃদ্ধ মানুষের লাশ। আরও কিছু পাতা ঢেকে দিক আমাদের জাতীয় কলংক। যে আমরা, এতোদিন আলবদরের বিচার করতে পারিনি- যে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম চিহ্নিত রাজাকার- আর তাদের গাড়ীতেই উড়িয়ে দিয়েছিলাম লাল সবুজের গর্বিত পতাকা, সেই আমাদেরই কলংক মোচনে এগিয়ে আসুক আরও একটি সর্বগ্রাসী বন্যা- মহামারি। আরও কিছু পলিমাটি আমাদের পাঁজর স্পর্শ করুক। আরও কিছু কলম শির উঁচু করে লিখুক- এই দেশ রাজাকারের তালুক নয়, এই দেশ মুক্তিযোদ্ধার এইদেশ মুক্তিযোদ্ধার এ ই দে শ মুক্তিযোদ্ধার ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।