আমাদের কথা খুঁজে নিন

   

কেমন করে নাম হলো সানডে, মানডে থেকে স্যটার ডের...

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ আমরা প্রতিদিন দিনের নামগুলো বলে যায়। সানডে, মানডে, টুইসডে..কিন্ত বেশিরভাগ মানুষই জানেন না এ নামগুলো এলো কোথা থেকে, কিভাবে। সবার আসলে জানা উচিত। সানডে বা রোববার হলো..প্রাচীনকালে দক্ষিণ ইউরোপের লোকেরা ভাবত একজন দেবতা প্রতিদিন আকাশে আলোর বল আকেঁন। এই আলোর বলের ল্যাটিন নাম সলিছ।

এই সলিছ নাম থেকে কালক্রমে ডেইল সলিছ বা আলোর দিনের নাম এল। উত্তর ইউরোপে ডেইস সলিছকে সানেন ডেজ বলা হতো। মূলত পরবর্তিতে সান ডে শব্দের উৎপত্তি। মানডে এলো..দক্ষিন ইউরোপের আকাশে রাতে রূপালি বল দেখে এর নাম দেয়া হয় লুনা এবং একটি দিনের নাম দেয়া হয় ডেইজ। এই লুনা ডেইজ শব্দটি উত্তর ইউরোপে উচ্চারিত হতো মোনান ডেজ।

তা থেকে ধীরে ধীরে মানডের উৎপত্তি। টুইস ডে..প্রাচীনকালে বিশ্বাস ছিল টিউ নামের এক যুদ্ধ দেবতা যুদ্ধে শহিদদের আত্মাকে একদল মহিলা কর্মির সাহায্যে সুন্দর বিশ্রাম স্থলে নেন। এই নেয়ার কাজ তিনি যেদিন করতেন সেদিনের নাম হয় টুইস ডেইজ, যা পরে হয় টুইস ডে। ওয়েডনেস ডে..উত্তর ইউরোপীয়রা বিশ্বাস করতেন উডেন দেবতা কালো টুপি মাথায় দিয়ে সর্বত্র ঘুরতেন এবং তার কাধে দুটি কালো পাখি বসে থাকতো। তিনি দূর্ঘটনাবশত একটি চোখ হারান।

এরপর তার কাধেঁর পাখিরা রাতে পৃথিবীতে কী কী ঘটছে তা দেখত এবং সকালে সব উডেনকে জানাতো। এ শক্তিশালী দেবতার নামে নামকরন হয় ওয়েডনেস ডেইজ, যা পরে ওয়েডনেস ডে হয়। থার্স ডে হলো..প্রাচীনকালে মানুষ ভাবতো থর নামের দেবতা রেগে গেলে আকাশে বিশাল হাতুড়ি ছুড়ে মারতেন যা থেকে আলো চমকাতো এবং তিনি ছাগল চালিতএকটি গাড়ীতে বসে থাকতেন। এই আলো হলো বিদ্যুতচমক আর তার গাড়ীর চাকার শব্দই হলো বজ্রপাত। এই থরের নাম দিয়ে হলো থোর্স ডেইজ, যা পরবর্তিতে হয় থার্সডে।

ফ্রাইডে..দেবতা উডেন এর স্ত্রী ফ্লিগ ছিলেন ভালোবাসা ও বিয়ের দেবী। তার প্রতি একটি দিনের উৎসর্গ হয়। নাম হয় ফ্লিগ ডেইজ, যা হয়ে যায় ফ্রাইডে স্যাটার ডে..রোমানরা মনে করতো স্যাটান নামক দেবতা আবহাওয়া, কৃষি ও বৃষ্টি নিয়ন্ত্রন করার দায়িত্ব পালন করে। তাকে সন্তুষ্ট করার জন্য একটি দিনের নাম দেয়া হয় স্যাটিনি ডেইজ নামে। যা হয়ে স্যাটার ডে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.