আমাদের কথা খুঁজে নিন

   

তিন বিঘা করিডোর নিয়ে নতুন চুক্তি কেন?চুক্তি যদি করতেই হয় আগে বেরুবাড়ী ফিরিয়ে আনুন

সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... এই মাত্র খবরে শুনলাম মনমোহন সিং এর সফরে তিন বিঘা করিডোর নিয়ে নতুন চুক্তি হবে আর এই চুক্তিতে ছিটমহলবাসীর ২৪ ঘন্টা চলাচলের বিষয়টি উল্লেখ থাকবে। যদি তাই হয় তবে, চুয়াত্তুর ('৭৪) সালের মুজিব-ইন্দিরা যে চুক্তির মাধ্যমে আমাদের পন্চগর এর "বেরুবাড়ী" ভারতের হাতে তুলে দেয়া হল সেটি কিসের বিনিময়ে? প্রস্তাবিত এই নতুন চুক্তি সম্পন্ন হলে চুয়াত্তুর ('৭৪) সালের মুজিব-ইন্দিরা চুক্তির আইনগত অবস্হান কি হবে? মাননীয় প্রধানমন্ত্রির কাছে অনুরোধ, জনগনের স্বার্থের সাথে সরাসরি জড়িত বিষয়গুলি জনগনের কাছে খোলাসা করুন। অন্যথায়, তিন বিঘা করিডোর নিয়ে নতুন চুক্তির আগে বেরুবাড়ী ফিরিয়ে আনুন, চুয়াত্তুর ('৭৪) সালের মুজিব-ইন্দিরা চুক্তির তিক্ত অভিঙ্গতায় ছিটমহল বিনিময় সন্ক্রান্ত নতুন চুক্তি করা হতে বিরত থাকুন। ধন্যবাদ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।