আমাদের কথা খুঁজে নিন

   

এই আলেম সমাজ নিয়ে আর কতদিন . . . . .

গথ বাধা নিয়ম চাই না, চাই পরিবর্তন, আমূল পরিবর্তন... ৩১ আগস্ট ২০১১ অর্থাৎ আমরা যেদিন ঈদ-উল-ফিতর পালন করেছি সেদিন সিলেট শাহী ঈদ্গাহ ময়দানে ঈদের জামাতে ইমাম সাহেব আম জনতার উপস্থিতিতে সিটি মেয়র কামরান এবং এম.পি ও অর্থমন্ত্রি আবুল মাল আব্দুল মুহিতের কাছে বিচার চেয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন, যারা সৌদি আরব এর সাথে যে যুক্তিতে ঈদ করেছে সেটা যদি প্রমান করতে পারে তবে তিনি তাদের মত কে মেনে নেবেন অন্যতায় তারা আমার মত কে মেনে নেবে। আর না মানলে এই বাংলার জমিনে তাদের কে সৌদি আরবের সাথে ঈদের জামাত পড়ার অনুমতি দেওয়া হবে না। ভালো কথা। আমিও সমর্থন করি। এই ব্যপারে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা উচিৎ।

বিষয়টা মুসলিম ভ্রাতৃত্বের সাথে সম্পর্কিত। সমস্থ পৃথিবির মুসলমান যদি একদিনে ঈদ উদযাপন করে তাহলে সেটা হবে পশ্চিমার কাছে একটা বিশাল ধাক্কা। কথা হল, এতে সাধারন জনগণকে অন্তর্ভুক্ত করে ইমাম সাহেবের লাভ কি? উনার এই মন্তব্যে কি বাংলার মুসলমানরা আবার বিভক্ত হবার সুযোগ পাবে না? এটা কি প্রমান করে না যে ইমাম সাহেবের দুরদর্শিতার অভাব আছে? নাকি উনি চান বাংলার মুসলিমকে দুই ভাগে বিভক্ত করতে? এই প্রশ্ন গুলার কোনও উত্তর আমার জানা নেই। সমাধানঃ যেহেতু বিষয়টা অত্যন্ত জটিল এবং এই ব্যপারে আমাদের অবশ্যই একটা উপযুক্ত সিদ্ধান্তে আসা উচিৎ। তাই আমার মতে, কুরআন হাদীস সম্পর্কে আম জনতার তেমন ভালো ধারনা নেই, তাই জনগণকে এই বিষয়ে জড়ানো মানে জনগণকে বিভক্ত করা।

এ জন্য আলেম সমাজের উচিৎ একটা রুদ্ধদ্বার বৈঠক করা। লাগুক না সময় এক মাস, কিংবা তারও বেশি। দরকার হলে আমন্ত্রন করা হোক মিশরের আল আজহার ইউনিভার্সিটি, সৌদি আরবের মাদিনা ইউনিভার্সিটি, ভারতের দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসা - এর বড় বড় আলেমদের। দেশের কোন জনগণ জানবেনা এই বৈঠক সম্পর্কে। একটা সময়োপযোগী সিদ্ধান্তে উপনীত হওয়ার পর জনগণকে জানানো হবে সিদ্ধান্তটা কি।

এতে করে যেমন একটা সমস্যার সমাধান হবে, তেমনি বাংলার মুসলমান সহ গুটা বিশ্বের মুসলমানদের পুনর্জাগরনের জন্য যে জিনিসটার এখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মুসলিম ভ্রাতৃত্ব পুনরায় জেগে উঠবে। কিন্তু হায়! কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র আমি যদি এই বিষয়টা কোনও আলেমকে বলি তাহলে তারা আমাকে কি বলবেন? বলবেন তুই তো বেটা সার্ট-প্যান্ট পরিস, মুখে দাড়ি নাই আর মাথায় নাই টুপি, তুই মুসলিম ভ্রাতৃত্বের কি বুঝবি? তাদেরকে কে বলবে যে আপনারা দূরদৃষ্টিসম্পন্ন নন, আপনারা শুধু মাইকেই চিৎকার দিতে জানেন, আর ফতোয়া দিতে জানেন, কোনও সমস্যার সুষ্ঠু সমধান করতে নয়, আপনাদের রাজনৈতিক জ্ঞানের অভাবে দুজন মহিলা আজ আপনাদের উপর নির্বাচিত, আপনাদের কূটনৈতিক বুদ্ধির অভাবে স্বাধীনতার চল্লিশ বছরেও বাংলার ভূখণ্ডে ইসলামী শাসন ব্যবস্থার কোনও অগ্রগতি তো হয়নি বরং পশ্চিমা সংস্কৃতি ঝেকে বসেছে। এই আলেম সমাজ নিয়ে কতদিন চলা যায়? আর কত দিন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।