আমাদের কথা খুঁজে নিন

   

জোকস সমগ্র ০৩

অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন) ১। সিংহ সিংহীকে kiss করতে চাচ্ছিলো... সিংহী আশেপাশে ভাল করে দেখে নিচ্ছে , সিংহ বললো , কি খুজতেছো ? সিংহী বললো , দেখতেছি ! Discovary chnl এর কোনো camera আছে কিনা , সালারা আমাগো কোনো privacy ই রাখে নাই ... ২। " একটা গরু হাঁটছিল ,নিউটন এটাকে ধরে থামালেন আর তখন ১ম সুত্র আবিস্কার হল " একটি বস্তু কে যতক্ষণ পর্যন্ত থামান না হয় তা চলতে থাকে " এর পর নিউটন গরু টিকে (F) বল এ একটা লাথি দিলেন গরু বলে উঠলো "ম্যা" ( MA) আবিস্কার হল দ্বিতীয় সুত্র F=MA . এর পর ই গরুটি নিউটন কে কষে একটা লাথি দিল আর নিউটন আবিস্কার করলেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুত্র " সকল ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে " ৩। এক লোক যাত্রা গান দেখতে গেছে সারা রাত যাত্রা দেখল, শেষ হওয়ার পর নাচের মেয়ে এসে বলল আমি আপনা কে খুশী করেছি আপনি আমাক খুশী করুন একথা শুনে লোক টি মঞ্চে উটে নাচতে লাগল ।

নাচের মেয়ে- এই যে আপনি নাচতেছেন কেন, লোক- তুমি আমাকে নেচে খুশী করছ তাই আমি ও তুমাকে নেচে খুশী করতেছি । ৪। ফ্লাইওভার রাজধানীতে এসে ফ্লাইওভার দেখে এক গ্রাম্য লোকের অবাক অভিব্যক্তি- ১ম বন্ধু: দোস্ত আমাদের দেশের সরকারের মাথায় কী বুদ্ধি নাই? ২য় বন্ধু: কেন কী হয়েছে? ১ম বন্ধু: আমাদের গ্রামে ব্রিজের অভাবে কত কষ্ট করে খাল পার হতে হয় অথচ এখানে শুকনো রাস্তার ওপর ব্রিজ দিয়া রাখছে। ৫। ঈদের আগে এক প্রেমিকা তার প্রেমিককে একটা পাঞ্জাবি উপহার দিয়ে বলল, তোমার জন্যই শুধু নিজের হাতে কাজ করে এই পাঞ্জাবিটা বানিয়েছি।

ঈদের পর প্রেমিক সেই পাঞ্জাবি লন্ড্রিতে দেওয়ার পর তা ফেরত নিতে গিয়ে- প্রেমিক:আমি বলছি হাতের কাজ করা এই পাঞ্জাবি আমার। লন্ড্রিম্যান:কিন্তু স্যার,একটু সমস্যা আছে। এটা আপনার নাও হতে পারে। প্রেমিক:কেন? লন্ড্রিম্যান :কারণ এই একই রকম হাতের কাজ করা আরও পাঁচটি পাঞ্জাবি আমরা পেয়েছি। ৬।

শিক্ষকঃ বলতো মায়ের চোখের পানি আর বান্ধবী এর চোখের পানির মাঝে কি পার্থক্য?? ছাত্রঃ স্যার,মায়ের চোখের পানি হৃদয়ে দাগ কাটে আর বউ এর চোখের পানি মানিব্যাগ আর পকেট কাটে। সংফরওয়ার্ল্ডডটকম জোকস জোকস সমগ্র ০১ জোকস সমগ্র ০২ (collected)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.