আমাদের কথা খুঁজে নিন

   

আমার আর কিছু ভালো লাগে না

এসো নীপবনে আমার আর কিছু ভালো লাগে না। আর কোনো ইচ্ছে নেই। আর কোনো স্বপ্ন নেই; বেঁচে থাকার কি মরে যাওয়ার। কি এক অদ্ভুত অনুভূতিতে অথবা অনুভূতিহীনতায় ভর করেছে। বাসা, অফিস, রাস্তা, সপিংমল, সিনেমা হল- কোনো কিছুই যেনো আর টানে না।

জীবন টানে না, মৃত্যূ টানে না, ভয়টানে না। কোনো কিছুতে আর বিস্ময় জাগে না। বেদনা জাগেনা কেউ মারা গেলে, আনন্দ লাগে না কেউ জম্মনিলে, রাগ হয়না কেউ অহেতুক দোষ চাপালে। বসের ধমক গায়ে লাগে না, কলিগের খোঁচা গায়ে লাগে না, এমনকি পিয়নের রসিকতাও। বর্ষার বৃষ্টি, ভাদ্রের রোদ, মাঘের শীত, গ্রীষ্মের ফল, হমন্তের ধান, বসন্তের ফুল কোন কিছুতেই যেন আর আগ্রহ নেই।

পদ্মা প্রমত্তা থেকে বিরান ভূমি, পাথর কেটে সমতল ভূমি, সুন্দরবন থেকে উজাড় হয়ে যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিন, বগা লেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে কাক, রাঙামাটির মাটি হাড়াচ্ছে তার রঙিনতা, মতি চুরি করছে ময়নারা, স্থান চ্যূত হয়েছে গড়, দিন দিন জন্ম নিচ্ছে নতুন নবাব- এই সবে বিষায়না মন। জয়বাংলা, জিন্দাবাদের গলেনা মন। আমার আর কিছু ভালো লাগে না। আর কোনো ইচ্ছে নেই। আর কোনো স্বপ্ন নেই; বেঁচে থাকার কি মরে যাওয়ার।

কি এক অদ্ভুত অনুভূতিতে অথবা অনুভূতিহীনতায় ভর করেছে। খাবার-জলে স্বাদ নেই, বাতাসে গন্ধ নেই, শব্দ নেই; সব যেন থমকে আছে, কোনো এক হাহাকার আর শূন্যতায় দিকের প্রতিটি কোণায় কোণায় পেয়েছে পূর্ণতা। কানের কাছে ফিস ফিস করে কে যেনো কান্নার মতো সুর ধরে এক নাগারে বলেই চলেছে নেই নেই নেই। যে মানুষ গুলো পাশ দিয়ে হেঁটে চলে যায়- তাদের ভিতর কোনো জীবন নেই, আত্মা নেই, মনুষত্ব্য নেই, হৃদয় নেই, ভালোবাসা নেই, দরদ নেই, সব অনুভূতি যেনো ভোঁতা হয়ে গেছে, সব স্বপ্ন যেনো চুরি হয়ে গেছে, সব আশা যেনো নিরাশার চাদরে ঢেকে গেছে। শুধু টিকে আছে নিশ্বাস, বেঁচে আছে ক্ষুধা, চারদিকে থকথকে অন্ধকার।

দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, শেয়ার বাজারে কেলেঙ্কারি, কাটা তারে ফালানীর লাশ, গণহত্যার মতো দুর্ঘটনার খবর কোনোকিছুই আর আমাকে আন্দোলিত করে না, উদ্বেলিত করে না, বরঞ্চ মনে হয় এইতো স্বাভাবিক, হর হামেশা এইতো হয়, এইতো হওয়া উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।