আমাদের কথা খুঁজে নিন

   

ছবিতে আশুলিয়ার আকাশ ও ফ্যান্টাসী কিংডম। একটি মিনি ফটোব্লগ।

ব্লগে অনিয়মিত। ঈদে ছুটি পেলাম টানা ৯ দিন। বড় হয়ে গেছি, তাই ঈদের আগের মজাটা আর নেই। অপেক্ষায় থাকি কখন ঈদের যন্ত্রনাময় দিনগুলা পার হবে। তবে হরেকপদের শপিং, বান্ধবীদের সাথে আড্ডা, এটা কেনা হলো না, ওটা কেনা হলো না, ইত্যাদি বাহানায় একশোবার শপিং দেখলে মনে হয় মেয়েদের ঈদের মজটা আগের মতই আছে।

ঈদের পরদিন, মানে কালকে সকাল থেকেই বউয়ের ঘ্যনর, ঘ্যনর, নন্দন যাবে, ফ্যান্টাসী যাবে, আমি বললাম, বড়ির কাছে তাজমহল আছে, চল সেখানেই যাই, বউ বলল, "ওটা ফালতু"। কখনো গিয়েছো সেখানে ? "না"। তাহলে জানলে কিভাবে যে ফালতু। যাই হোক কথা প্যাচানো আমার কর্ম নয়। নন্দনের চেয়ে ফ্যান্টাসী কাছে, তাই সেখানেই যাওয়ার সিদ্বান্ত নিলাম।

আব্দুল্লাপুর পার হওয়ার পর ক্যামেরা হাতে নিয়ে দেখলাম ক্যামেরায় মেমরী কার্ড নাই। মেজাজটা এমন খারাপ হলো, বলে বুঝানো যাবে না। মানিব্যাগে একটা মিনি এসডি টু এসডি কনভার্টার ছিলো, অগত্যা মোবাইলের ৫১২ মেগা মেমরী কার্ডকে ফরম্যাট দিয়ে ছবি তুললাম হাতে গোনা কয়েকটা। সেখান থেকে কয়েকটা ছবি এখানে শেয়ার করলাম। ১> আশুলিয়ার বিশাল আকাশ(যাওয়ার পথে) ২> পিছনে নীল আকাশ, সামনে রন্গীন ফ্যান্টাসী কিংডম ৩> ৪> আমার মেয়ের একমাত্র প্রিয় খাবার আইসক্রীম ৫> ৬> ৭> ৮> ৯> হটাৎ দেখলাম গাছের উপর থেকে পানি পড়ছে, একটা ঝরনা ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকটা ছবি নিলাম।

১০> ১১> ১২> ১৩> আবারো আশুলিয়ার আকাশ । এবার ফেরার পথে। ১৪> ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.