আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের নাস্তিকদের চরিত্র মুসোলিনির (নাস্তিক) মত পবিত্র

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা আন্দ্রেয়া মুসোলিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক। ইতালিয়ান ফ্যাসিজমের শ্রষ্টা। ইতালির এই একনায়ক ১৯২২ সাল থেকে ১৯৪৩ সালে তার ক্ষমতাচ্যুত হওয়ার পুর্ব পর্যন্ত সমগ্র রাষ্ট্রের ক্ষমতাধর ছিলেন। মুসোলিনি দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মান একনায়ক এডল্‌ফ হিটলার- এর একান্ত বন্ধুতে পরিনত হন আর তাকে প্রভাবিত করেন। মুসোলিনি ১৯৪০ সালে অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় মহাযুদ্ধে যোগদান করেন ।

তিন বছর পর মিত্রবাহিনী ইতালী আক্রমণ করে। ১৯৪৫ সালে সুইজারল্যান্ডে পালাবার সময় তিনি কম্যুনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পরেন এবং পরে তাকে হত্যা করা হয়। মুসোলিনির মা ছিলেন ক্যাথলিক আর বাবা খ্রীষ্ট বিরোধী । তাঁর মা Rosa তাঁকে রোমান ক্যাথলিক চার্চ মধ্যে baptized করেন। প্রতি রোববার তা মা তাকে নিয়ে যেতেন চার্চে।

কিন্তু বাবা কখনো চার্চে যাননি। ধর্মীয় বোর্ডিং স্কুলে যখন তাকে ভর্তি করানো হয়, তখন তিনি অত্যন্ত নাখোশ ছিলেন। এবং স্কুলটিকে নরকের সাথে তুলনা করেছিলেন। বড় হয়ে বাবার মত ধর্মকে ঘৃনা করতে শুরু করলেন। তিনি যখন যুবক তখন নিজেকে ঘোষনা করলেন নাস্তিক হিসাবে।

এবং তার শ্রোতাকে তিনি মাঝে মাঝে চমকে দিতেন এই বলে, খোদাকে বল এখন আমাকে আঘাত করুক এবং মেরে ফেলুক। সোসালিষ্ট মধ্যে যারা ধর্মের ব্যপারে সহনশীল ছিল এবং সন্তানদের baptized করত তাদেরকে তিনি তিরষ্কার করতেন। তিনি বিশ্বাস করতেন সাইন্স প্রমান করেছে যে খোদা বলতে কিছু নেই। যিশু পাগল ছিল এবং ছিল মূর্খ। ধর্মকে তিনি মনে করতেন সাইকোদের একটা রোগের মত আর মনের করতেন ধর্ম মানুষকে ভীরু আর হতাশ করে ফেলে।

তিনি নিজেকে মনে করতেন নিৎসের সুপারম্যানের মত, যেকিনা খোদা কিংবা জনগন কাউকেই ভয় করেনা। কিন্তু জনগনের ত ধর্ম ছাড়া চলেনা। তাই জনপ্রিয়তা অর্জনের জন্য র‌্যাচেলকে বিয়ে করলেন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে 1925 সালে আর 1924 সালে তিন সন্তানকেও ধর্মীয় আচার অনুষ্টানের মাধ্যমে বড় করলেন। ক্যাথলিক ধর্মকে ঘোষনা দিলেন রাষ্ট্রিয় ধর্ম হিসাবে। রোমান ক্যাথলিকের সাথে চুক্তি করলেন, পোপের সাথেও শুরু করলেন দহরম।

কিন্তু পোপের সাথে হাটু গেড়ে বসা ছবিগুলো নিজের পত্রিকা কিংবা ম্যাগাজিনে ছাপানোর মত বেশরম হওয়াটা তার জন্য একটু কষ্টকর ছিল বোধহয়। পোপ ঘোষনা দিলেন "Italy has been given back to God and God to Italy। 1938সালে আবার ভোল পাল্টালেন। নিজেকে প্রমান করতে চাইলেন আবার নাস্তিক হিসাবে। একবার ত সংসদে বলে বসলেন খ্রীষ্ট ধর্মের চাইতে ইসলাম ধর্ম ভাল।

১৯৪৩ সালের পরাজয়ের পর আবার শুরু করলেন খোদাকে বিশ্বাস করা এবং তার শেষকৃতও অনুষ্ঠিত হয় খ্রীষ্ট ধর্মের রীতি অনুসারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.